আইপিএলে নেই স্টেইন

ডেল স্টেইনের সময়টা ভালো কাটছে না আদৌ। গেল আইপিএলে ছিলেন না স্বচ্ছন্দে, এরপর লঙ্কা প্রিমিয়ার লিগেও ছিলেন নিজের ছায়া হয়ে। এমন সময়ে আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা। তবে স্টেইন জানিয়েছেন শিগগিরই অবসরের ঘোষণাও আসছে না তার পক্ষ থেকে।
একসময়ের বিশ্বের অন্যতম সেরা বোলার ডেল স্টেইন শেষ কিছুদিন ধরেই বড় বিবর্ণ। সর্বশেষ আইপিএলে খেলেছিলেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। তবে পারফর্ম্যান্স মোটেও পক্ষে কথা বলেনি তার। খেলেছেন তিন ম্যাচ, উইকেট পেয়েছেন মোটে একটি, রানও দিয়েছেন দেদারসে।
এরপর খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। সেখানেও একই পরিণতি হয়েছে তার। দুই ম্যাচ থেকে পেয়েছেন মোটে একটি উইকেট। এরপরই উপলব্ধি, ছোট্ট একটা বিরতি দরকার তার। এ কারণেই আসছে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।
শনিবার ব্যক্তিগত টুইটারে তিনি লিখেন, ‘আমার ছোট্ট বার্তায় সবাইকে জানাচ্ছি, চলতি বছরের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছি না আমি। অন্য কোনো দলের হয়েও খেলছি না। সে সময়টায় নিজেকে খেলা থেকে দূরে রাখতে চাই আমি, এই যা! বেঙ্গালুরু কর্তৃপক্ষ ব্যাপারটা বুঝতে পেরেছে, এজন্যে একটা ধন্যবাদ তাদের প্রাপ্য।’
তবে ছোট্ট এই বিরতি ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দিচ্ছে না, জানাচ্ছেন স্টেইন। আরেকটা টুইটে তিনি লিখেছেন, ‘অন্যান্য সময়ে অন্যান্য লিগে খেলে যাব আমি। আমাকে রোমাঞ্চিত করে, এমন কিছু করার সুযোগ নিজেকে দিয়ে যেতে থাকবো। যে খেলাটাকে এত ভালোবাসি, সেটা চালিয়ে যাবো আমি। আমি অবসর নিচ্ছি না।’
দক্ষিণ আফ্রিকার হয়ে এখন কেবল টি-টোয়েন্টিতেই খেলে চলেছেন স্টেইন। চলতি বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি।
এনইউ