ক্র্যাব ব্যাডমিন্টনে সাইদুল-সাব্বির সেরা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসবে রোববার ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাইদুল-সাব্বির জুটি কামাল-মানিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বেস্ট অফ থ্রি’র ফাইনালে প্রথম দুই গেমেই সাইদুল-সাব্বির জুটি জিতে নেন। তারা সেমিফাইানলে গত বারের চ্যাম্পিয়ন সালেহ আকন ও লিথো জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্য দিকে কামাল-মানিক জুটি সেমিফাইানলে আরিফ-বাবলুকে হারায়।
সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও বর্তমান কোচ এনায়েত উল্লাহ খান ওয়ালটন-ক্র্যাব ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া আরো অনেক ক্রীড়া ও অপরাধ বিষয়ক সাংবাদিক ছিলেন।
এজেড/ এমএইচ