লাবুশেনকে ইংল্যান্ডে রেখেই দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২০১৮ সালে টেস্ট ফরম্যাট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মার্নাস লাবুশেনের। সাদা পোশাকে অনবদ্য ব্যাটিংয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন তিনি। সময়ের সঙ্গে অস্ট্রেলিয়া ওয়ানডে দলেরও অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ২৩ সদস্যের অজি দলে জায়গা হয়নি তার। করোনাভাইরাসের কারণে লাবুশেনকে ইংল্যান্ডে রেখেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা।
আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। এই স্কোয়াডে জায়গা হয়নি লাবুশেনের। মূলত গ্লামরগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে আছেন লাবুশেন। যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোভিড প্রটোকলের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিবেচনা করা হয়নি তাকে।
— Cricket Australia (@CricketAus) May 17, 2021
লাবুশেন ছাড়াও এই সফরে নেই অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া ম্যাথু ওয়েড, ডার্সি শর্ট, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসনরা আছেন এই প্রাথমিক দলে। তবে আপাতত ২৩ সদস্যের প্রথমিক দল দিলেও সেটি শেষ পর্যন্ত নামিয়ে আনা হবে ১৮ জনে।
উইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেন্ড্রফ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ,ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি’অর্চি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
টিআইএস/এটি