অ্যাশেজের বিরতিতেই নতুন বিবাদে জড়াল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড!

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। একপেশে লড়াইয়ে ইংলিশরা দুই টেস্টেই হেরে তুমুল সমালোচনা-মুখর সময় পার করছে। স্টোকস-রুটদের নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে হচ্ছে নানা কৌতুক। এরই মাঝে সর্বশেষ ব্রিসবেন টেস্টের পর তৃতীয় ম্যাচের আগে দুই দলই ৯ দিনের বিরতি পেয়েছে। সেখানেও বন্ধ নেই দেশ দুটির দ্বৈরথ!
আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। তার আগে ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের এক স্টাফের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়ার টিভি নেটওয়ার্ক ‘সেভেন’। তাদের দাবি– ইংল্যান্ড দলের নিরাপত্তা স্টাফের এক সদস্য স্কোয়াড ও ক্যামেরাম্যানের মাঝে দাঁড়িয়ে তাদের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন।
আজ (শনিবার) বিকেলে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ইংলিশরা ব্রিসবেন থেকে অ্যাডিলেডের পথ ধরে। বিমানবন্দরে সফরকারী ক্রিকেটাররা যাওয়ার পথে তাদের ভিডিও ফুটেজ নিতে চেয়েছিল সেভেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান ইংল্যান্ডের এক স্টাফ। যা উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডাও হয়েছে। এর আগে স্বাগতিক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গণমাধ্যমকে নির্দেশনা দিয়েছিল, এই সিরিজজুড়ে বিমানবন্দরে যাতায়াতের সময় খেলোয়াড়দের কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না, তবে সম্মানজনক দূরত্ব বজায় রেখে ছবি বা ভিডিও ধারণ করতে পারবে।
— 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 13, 2025
সেভেনের প্রতিবেদনে সাংবাদিক টম উইলসন বলেছেন, ‘ক্যামেরাম্যান নিক ক্যারিগান ভিডিও ধারণের পূর্ণ অধিকার রাখেন এবং তিনি অহেতুক কাছে না গিয়ে নিয়ম মেনেই কাজ করছিলেন।’ এ ছাড়া বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়ে সংবাদমাধ্যমটির এক মুখপাত্র বলেন, ‘ব্রিসবেন বিমানবন্দরে সেভেন নিউজের এক ক্যামেরা অপারেটর ও ইংল্যান্ড ক্রিকেট দলের ভ্রমণরত বহরের একজন সদস্যের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশ্যে ভিডিও ধারণের সময়, সম্পূর্ণ পেশাদার ও সম্মানজনক আচরণ সত্ত্বেও ক্যামেরা অপারেটরের সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ করা হয়েছে। এখানে আমাদের কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার রাখে।’
জানা গেছে, সেভেন নিউজের পক্ষ থেকে ইতোমধ্যে সফরকারী ইংল্যান্ড দলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অস্ট্রেলিয়াও এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আসন্ন তৃতীয় টেস্ট ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে দুই টেস্ট বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হবে বেন স্টোকসের দলের। স্নায়ুচাপের মাঝেই এবার ঘটল নিরাপত্তাকর্মীর সঙ্গে অজি টিভি চ্যানেলের এই বিরোধ।
এএইচএস