কোহলিদের জন্য অপেক্ষায় ২৪ দিনের কোয়ারেন্টাইন

দ্য নিউ নরমালে ক্রীড়াঙ্গনে এসেছে আমূল পরিবর্তন। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে কোনো সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সতর্ক থাকতে হচ্ছে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয়ের চ্যালেঞ্জ যেন মাঠের লড়াইয়ের থেকে বিভীষিকা হয়ে উঠেছে। আইসোলেশন আর কোয়ারেন্টাইনের মারপ্যাঁচে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। তবে এ থেকে যে সহসা নিস্তার মিলছে না! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই দেশ মিলিয়ে সর্বমোট ২৪ দিনের কোয়ারেন্টাইন ভারতীয় ক্রিকেটারদের।
১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। ইংল্যান্ডে এই ম্যাচ খেলতে যাওয়ার আগে নিজ দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে ভারতীয় ক্রিকেটারদের। সেখানে যাওয়ার পর আরও ১০ দিনের কোয়ারেন্টাইন। সব মিলিয়ে ২৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে তাদের।
মুম্বাইয়ের একটি হোটেলে হবে এই কোয়ারেন্টাইন। যারা মুম্বাইয়ে থাকেন, তাদের কোয়ারেন্টাইন শুরু আগামী সোমবার থেকেই। বাকিরা যোগ দিলে বুধবার থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। কোহলিদের পাশাপাশি একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে দেশটির নারী দলকেও। কারণ একই বিমানে ইংল্যান্ডে যাবে দুই দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে স্বাগতিকদের বিপক্ষে। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট শুরু ৪ অগাস্ট থেকে। এই দুই সিরিজের জন্য আগামী ২ জুন চার্টার্ড ফ্লাইটে মুম্বাই থেকে সাউথ্যাম্পটন যাবে দল ভারত। ইংলিশ মেয়েদের সঙ্গে ভারতের মেয়েদের সিরিজ এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির।
টিআইএস/এটি