উড়ন্ত ফর্মে থাকলেও দল পেলেন কোনোমতে, বললেন ‘নতুন জীবন পেলাম’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মের সুবাদে ২০২৪ সালে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান। ওই সময়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ডানহাতি এই ব্যাটার টেস্টের ১১ ইনিংসে তিন ফিফটি ও একটি সেঞ্চুরি করেন। এরপর বাদ পড়ে যেন ফেরার দরজাটাই বন্ধ হয়ে গেছে। একইভাবে ঘরোয়া টি-টোয়েন্টি রান করেও আইপিএলে প্রায় উপেক্ষিতই থাকেন সরফরাজ। এবারও বাদ যেতে যেতে নিলামে দল পেয়েছেন।
গতকাল (মঙ্গলবার) ২০২৬ আইপিএলের মিনি নিলামে সরফরাজ খানকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে প্রথমবার তার নাম নিলামে তোলা হলেও, কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরে এক্সিলারেটেড রাউন্ডে আবার তোলা হলে সরফরাজের জন্য বিড করে চেন্নাই। আর কেউ তাতে প্রতিদ্বন্দ্বিতা না করায় ভিত্তিমূল্যেই চেন্নাইতে ডানহাতি এই ব্যাটারের জায়গা হয়। অথচ চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উড়ন্ত ফর্ম দেখাচ্ছেন সরফরাজ। ৬ ম্যাচে ৬৪ গড় এবং ১৮২.৮৫ স্ট্রাইকরেটে তিনি ২৫৬ রান করেছেন।
নিলামের কয়েক ঘণ্টা আগেও ভারতের অন্যতম জনপ্রিয় এই ঘরোয়া লিগে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। ধারাবাহিক ফর্মে থাকা সত্ত্বেও নিলামে দল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে সরফরাজকে। তিন বছর পর তিনি আইপিএলে ফিরছেন, সর্বশেষ ২০২২ আসরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে দল পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন সরফরাজ। যাকে তিনি তুলনা করেছেন নতুন জীবন পাওয়ার সঙ্গে।
— BCCI Domestic (@BCCIdomestic) December 16, 2025
আবারও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়ায় চেন্নাইকে ধন্যবাদ জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে সরফরাজ লিখেছেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, সিএসকে।’ তাকে স্বাগত জানিয়ে পোস্ট করেছে চেন্নাই–ও। এর আগে সরফরাজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলেছেন। প্রথমবার যুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনির দলে।
গতকাল নিলামের টেবিলে অবশ্য চেন্নাই ঝড় তুলেছে আনক্যাপড বা অনভিষিক্ত ক্রিকেটারদের নিয়ে। আইপিএলের ইতিহাসে তারা সর্বোচ্চ ১৪ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে। নিলামের আগে আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি আলোচনায় আসে নিজেদের দীর্ঘ সময়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়ে। তার সঙ্গে স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে সঞ্জু স্যামসনকে নেয় চেন্নাই।
এএইচএস