এবার ৫১৯০ কোটি টাকার ঋণ মেসিদের কাঁধে!

হোসে মারিয়া বার্তোমিউ সভাপতিত্ব ছেড়েছেন, তবে তার ফেলে যাওয়া ঋণের বোঝা পিছু ছাড়েনি বার্সেলোনার। ক্লাবটির কাঁধে এখনো চেপে আছে প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ। তা এড়াতেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা। তারই একটা প্রয়াস হিসেবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে ৫১৯০ কোটি টাকা ঋণ নিয়েছে লিওনেল মেসির ক্লাব। ইতোমধ্যেই এ খবর নিশ্চিত করেছে ইএসপিএন, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, এএস ও স্পোর্ট।
বার্সেলোনার ১২ হাজার কোটি টাকা ঋণের একটা বড় অংশ স্বল্পমেয়াদি। ক্লাবটির সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন জানাচ্ছে, অঙ্কটা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের কাছে বার্সেলোনার ঋণ প্রায় ২৭০০ কোটি টাকা আর খেলোয়াড়দের বেতন, খেলোয়াড় দলে ভেড়ানোর সময় চুক্তিতে থাকা বিভিন্ন প্রকারের অতিরিক্ত অর্থ মিলিয়ে সংখ্যাটা ১৭০০ কোটি টাকা আর বন্ড অর্থায়ন বাবদ বার্সেলোনা পড়ে আছে প্রায় ২০০ কোটি টাকা ঋণের দায়ে আছে।
নতুন এই ঋণের ফলে স্বল্পমেয়াদী ঋণের একটা বড় অংশ হটাতে সক্ষম হবে বার্সা। ঋণের পাঁচ ভাগের একভাগ এখনই পেয়ে যাবে কাতালান ক্লাবটি। ১০৩৮ কোটি টাকায় আপাতত খেলোয়াড়দের বকেয়া বেতনভাতা ও স্বল্পমেয়াদি ধার পরিশোধ করবে বার্সা, জানাচ্ছে ইএসপিএন।
গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা বহুদিনের। বার্তোমিউ বোর্ডও তাদের কাছ থেকেই ঋণ নিয়েছিল। তবে তাদের সে ঋণ ছিল কেবল ক্লাবের স্টেডিয়াম পুননির্মান কাজের জন্যই নির্ধারিত। বিশেষ সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, এবারের ঋণটায় তেমন ঝামেলা নেই। চাইলে যে কোনো খাতে ব্যবহার করতে পারবে বার্সা। প্রথাগত অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত যেসব শর্তে ঋণ সুবিধা দিয়ে থাকে, তার চেয়ে সহজ শর্তএই এবার ঋণ পেয়েছে বার্সেলোনা।
এনইউ/এটি