হাজারও সমর্থককে বিমানে করে নিয়ে খেলা দেখাবেন ম্যানসিটির মালিক

একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য কত কিছুই না করছে ম্যানচেস্টার সিটি। কোটি কোটি টাকা উড়িয়েও সাফল্য পায়নি দলটি। অবশেষে চলতি মৌসুমে অধরা সেই স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। আগামী ২৯মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বদেশি ক্লাব চেলসির বিপক্ষে মাঠে নামবে তারা।
এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যানসিটি। এই খুশিতে হাজারও দর্শককে ফাইনালের ভেন্যু পর্তুগালের পোর্তোতে বিমানে উড়িয়ে নিয়ে যাবেন ক্লাবটির মালিক শেখ মনসুর। সঙ্গে এই সমর্থকদের সব খরচও বহন করবেন তিনি।
করোনাকালীন সময়ে সমর্থকদের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। ক্লাবটির ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্তে সমর্থকদের মাঠে রাখাটা গুরুত্বপূর্ণ। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ মনসুর।
তিনি বলেন, ‘পেপ এবং তার দল অসাধারণ এক মৌসুম কাটিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ক্লাবটির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। এই বিশেষ ম্যাচে গ্যালারিতে ভক্তদের থাকাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সিটির ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছেন।’
এই ব্যাপারে ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেন, ‘ফাইনালকে সামনে রেখে সমর্থকদের অর্থনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জ অনেক বেশি। শেখ মনসুরের এই উদ্যোগে আশা করি ভক্তরা এই মহামারির মধ্যে যাতায়াত খরচের ভাবনা ভুলে ম্যাচটা নিশ্চিন্তে দেখতে পারবেন।’
এমএইচ/এটি