তামিমদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর সবুজ দল

আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। যার প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে লাল দল ও সবুজ দল।
লাল দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল, সবুজ দলের দায়িত্বে মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ দলের তামিম।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চলতি মাসের শুরুতেই ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট দল। সে দলের দুই সদস্য পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন। বাকি ২১ সদস্যের সঙ্গে প্রস্তুতি ম্যাচে যোগ দিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। মূল ম্যাচে সফরকারীদের লেগ স্পিন সামাল দিতেই প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে বিপ্লবকে।
এদিকে ২৩ থেকে ২১ সদস্যে নেমে আসা প্রাথমিক স্কোয়াডে পরীক্ষিত উইকেটরক্ষক আছেন তিনজন। প্রস্তুতি ম্যাচে সেই তিনজন মুশফিকুর রহিম, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন উভয় খেলবেন তামিমের লাল দলের হয়ে। সবুজ দলের হয়ে উইকেটের পিছনের দায়িত্ব কে সামলাবেন এনিয়ে আছে কৌতূহল।
প্রস্তুতি ম্যাচের দুই দলের একাদশ-
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
টিআইএস/এনইউ