বাংলাদেশের বিপক্ষে বিপিএল অভিজ্ঞতা কাজে লাগাবে শ্রীলঙ্কা

বাংলাদেশে সিরিজ খেলতে আসা শ্রীলঙ্কান দলটা বেশ তারুণ্যনির্ভর। মূল দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই এবার টাইগার ডেরায় পা রেখেছে লঙ্কানরা। তবে এই দলের অনেকেরই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন ইসুরু উদানা, দাসুন সানাকা, কুশল পেরেরারা। সেই অভিজ্ঞতাই সাকিব আল হাসান, তামিম ইকবালদের বিপক্ষে কাজে লাগাতে চায় সফরকারীরা।
বাংলাদেশে এসে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের অনুশীলন চলাকালীন মিরপুরে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে উদানা বলেন, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
বাংলাদেশ সফরের দলে নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে নেই। অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকলাম, দীনেশ চান্দিমালও আসেনি। অভিজ্ঞ বাংলাদেশ দলকে কিভাবে সামলাবেন লঙ্কান তরুণরা? উদানা জানালেন, এখানে তাদের হারানোর কিছু নেই।
উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। বিপরীতে আমরা তরুন দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’
সঙ্গে যোগ করেন তিনি, ‘আমাদের এখন এই বায়ো বাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। সমানে যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।
টিআইএস/এটি