জামালের অপেক্ষায় কলকাতা মোহামেডান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অপেক্ষায় রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডান। চলতি মৌসুমের শুরুতে সাইফ স্পোর্টিং ক্লাব ছেড়ে ভারতের ক্লাবটিতে পাড়ি জমান তিনি।
কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা জামালের অপেক্ষায় আছি।আমরা জানি সে এখন কাতার। কাতার থেকে বাংলাদেশে আসবে এরপর আমরা কলকাতায় আনব।’
কলকাতা মোহামেডান এখন আইএফএ শিল্ড খেলছে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগ। ২৬ ডিসেম্বর থেকে আই লিগে অংশগ্রহণকারী ফুটবলারদের জৈব বলয়ের মধ্যে থাকতে হবে। জৈব বলয়ে প্রবেশের আগে আসলে জামালকে নিয়ে বড় একটা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে কলকাতা মোহামেডানের।
এই ব্যাপারে কলকাতা ম্যানেজার বলেন, ‘আইএফএ শিল্ড শেষে ও জৈব বলয় শুরুর আগে আসলে আমরা একটা অনুষ্ঠান করব। জামাল আমাদের বন্ধু প্রতিম দেশের জাতীয় দলের অধিনায়ক পাশাপাশি বাংলাদেশেও আমাদের অনেক সমর্থক। জামালকে সম্মানের সাথে গ্রহণের পরিকল্পনা রয়েছে।’
জামালের সর্বশেষ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘জামাল এখন ফ্রি ফুটবলার। সে যখন খুশি কলকাতায় যেতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ নেই এখন। সে সরাসরি কলকাতা যাবে না বাংলাদেশ হয়ে এই ব্যাপারে আমরা জানি না।’
বাফুফেও জামালের ভারত যাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। এই ব্যাপারে ম্যানেজার আমের খান বলেন, ‘জাতীয় দলের ম্যাচের পর ছুটি নিয়ে সে কাতারের দোহায়। সে বাংলাদেশে আসুক বা সরাসরি কলকাতা যাক, আমরা প্রয়োজনীয় সহায়তা করব।’
এজেড/এমএইচ