ঢাকার পথে বিশ্ব মাতানো রোমান-দিয়া

সুইজারল্যান্ডের লুজান থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। তার্কিশ এয়ারলাইনস যোগে আগামীকাল মঙ্গলবার ভোর ৫টায় দেশে পৌছানোর কথা তাদের। মাঝে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে যাত্রা বিরতি। বিশ্ব মাতিয়ে ফিরছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা।
রোববার সুইজারল্যান্ডের লুজানে রোমান সানা ও দিয়া সিদ্দিকী বিশ্বকাপ আরচ্যারির রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছেন তারা। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। তবে এমন অর্জনে গোটা জাতিকেই গর্বিত করেছেন তারা।
আগামীকাল মঙ্গলবার দেশে পৌঁছে কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে রোমানদের। সরকারি নিয়ম অনুযায়ী ইউরোপ থেকে কেউ আসলে তাকে নিজ খরচে কোয়ারেন্টাইন করতে হবে হোটেলে। আরচ্যারি ফেডারেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিঠি চালাচালি করে কোয়ারেন্টাইন কমাতে পারেনি।
ঢাকায় ফিরেই ১৪ দিনই কোয়ারেন্টাইন করতে হবে রোমান সানাদের। তবে একটু ছাড় পেয়েছে হোটেলের পরিবর্তে কোয়ারেন্টাইন করতে পারবেন তারা নিজেদের টঙ্গীস্থ আরচ্যারি ভেন্যুতেই।
এজেড/এটি/এমএইচ