৯ ম্যাচে ২ জয় নিয়ে প্লে অফের স্বপ্ন দেখছে সিলেট

হারের বৃত্তে এখনো ঘুরছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ আজ সোমবার ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে আরিফুল হকের দল। হারের পরেও অবশ্য প্লে অফের স্বপ্ন দেখছেন সিলেট দলের বিদেশি ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আফগান ক্রিকেটার জানান শেষ চার ম্যাচ জিতে প্লে-অফে যেতে চায় তারা।
শিনওয়ারি বলেন, ‘৪ ম্যাচ বাকি আছে এখনও। যদি ভালো ব্যবধানে জিততে পারি। ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে পারি যেকোনো কিছুই হতে পারে। অনেক দল এখনও সংগ্রাম করছে। ২ পয়েন্ট দূরে ২-৩টি দল রয়েছে। ১২ পয়েন্ট পর্যন্ত যেতে পারলে আশা আছে ইনশাল্লাহ সেরাটা দিতে চাইব।’
পরে নিজ দলের ক্রিকেটার জাকেরের প্রশংসা করে শিনওয়ারী বলেন, ‘জাকের দুর্দান্ত ক্রিকেটার। বাংলাদেশের হয়ে খেলছে সে। সে জানে এমন চাপের পরিস্থিতিতে কীভাবে কী করতে হবে। সে একজন বড় প্লেয়ার। সবসময় বড় প্লেয়াররা এমন পরিস্থিতিতে ভালো করে। এখানেও ভালো করলো। দলের জন্য এটা ভালো। আশা করব সে এটা চালিয়ে যাবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের হয়ে ভালো করে যাবে।’
৬ রানে ম্যাচ হেরে শিনওয়ারী বলেন, ‘অবশ্যই দুঃখিত। খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। ১৫-২০ রান অতিরিক্ত দিয়েছি আমরা। এখানেই হয়ত পার্থক্যটা সৃষ্টি হয়েছে। আমরা বোলিং, ফিল্ডিং ভালো করেছি। ব্যাটিংও ভালো করেছি। ম্যাচটাও হেরেছি। ৪ ম্যাচ বাকি আছে আশা করছি ভালো করতে পারব।’
এসএইচ/এইচজেএস