ফর্মহীন সময়ে ৭-৮ মাস যে সমস্যায় ভুগছিলেন আফিফ

টানা দুই জয়ে চলমান বিপিএলের শুরুটা করেছিল খুলনা টাইগার্স। তবে পরের চার ম্যাচ হেরে তারা কিছুটা ব্যাকফুটে চলে যায়। যদিও সবশেষ ম্যাচে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দলটি। পরবর্তী কয়েকটি ম্যাচ জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করাই এখন খুলনার প্রধান লক্ষ্য। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন দলের তারকা ক্রিকেটার আফিফ হোসেন। একইসঙ্গে গত ৭-৮ মাস নিজের ব্যক্তিগত সংগ্রামের কথাও বলেছেন।
আগামীকাল (বুধবার) চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ রয়েছে খুলনা টাইগার্সের। সেই ম্যাচের আগে আফিফ বলেন, ‘সবারই লক্ষ্য কোয়ালিফাই করা। আমাদের লক্ষ্য–ও সেটাই। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি। আশা করি আমরা আর কয়েকটি ম্যাচ জিততে পারলে কোয়ালিফাই করে আমরা পরবর্তী রাউন্ডে যাব।’

চট্টগ্রামে টস নিয়ে এতো ভাবার কোনো কারণ নেই বলেও দাবি আফিফের, ‘সিলেটে অতিরিক্ত কুয়াশা ছিল। এখানে এতটা হচ্ছে না সিলেটের মতো। আমরা এখানে টসে জিতে আগে ব্যাটিং করে ম্যাচ জিতেছি। আমি মনে করি না টস কোনো ফ্যাক্টর হবে। আমরা যদি পরিকল্পনা করে বোলিং-ব্যাটিং করতে পারি, তাহলে মনে হয় না সমস্যা হওয়ার কথা।’
আরও পড়ুন
জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি আফিফের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কাঙ্ক্ষিত ফর্ম দেখাতে পারেননি তিনি। ফলে গত ৭-৮ মাস আত্মবিশ্বাসহীনতায় ভোগার কথা জানালেন আফিফ, ‘গত ৭-৮ মাস একটু সমস্যা হচ্ছিল আত্মবিশ্বাস নিয়ে। আমাদের সর্বশেষ কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) যখন ছিল আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে কাজ করেছি, সত্যি কথা বলতে তখন সমস্যা হচ্ছিল। আমার মনে হয় না এখন কোনো সমস্যা আছে। খুবই ভালো ছন্দে আছি। যা নিয়ে কাজ করেছি আশা আছে সামনে এটা আমাকে আরও ভালো পারফরম্যান্স দেবে।’
এসএইচ/এএইচএস