‘পারিশ্রমিক-কাণ্ড ও নিজেদের দুর্বলতায়’ হারছে রাজশাহী

বিপিএলের চলমান আসরে সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের খেলার চেয়ে বাইরের (খেলোয়াড়দের পারিশ্রমিক) বিষয় নিয়েই দলটি অনেক সমালোচিত। এখন পর্যন্ত আসরে ৯ ম্যাচ খেলে রাজশাহী মাত্র ৩টিতে জিতেছে। পদ্মাপাড়ের এই দলটির উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি আজ (বুধবার) কথা বলেছেন গণমাধ্যমের সামনে। জানালেন নিজেদের দুর্বলতার কারণেই ভালো খেলতে না পারার কথা।
পারিশ্রমিক-কাণ্ডকে অজুহাত দেখাতে না চাইলেও পারফরম্যান্সে বিষয়টির প্রভাব দেখছেন আকবর, ‘সত্যি কথা বলতে একটু তো প্রভাব পড়েই। তবে পেশাদার হিসেবে আমরা যখন মাঠে নামি তখন আমাদের লক্ষ্য থাকে পারফর্ম করা। টিম হিসেবে এবার আমরা ভালো করতে পারিনি। অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো মানসিকভাবে আমাদের বিরক্ত করে। সবসময় মাঠের বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে। এটাকে আমরা অজুহাত বলব না। আমরা আসলে ভালো খেলতে পারিনি।’
বিজয়-তাসকিনকে বড় প্রাপ্তি উল্লেখ করে বাকিদের সমর্থন চান আকবর আলি, ‘তাসকিন ভাই আর বিজয় ভাই এখন পর্যন্ত টুর্নামেন্টে আমাদের সর্বোচ্চ উইকেটশিকারি অথবা সর্বোচ্চ রানসংগ্রাহক। তাদের থাকাটা আমাদের দলে অনেক বড় প্লাস পয়েন্ট। আমার মনে হয় অন্যরাও যদি একটু সাপোর্ট করে তাদের, তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারব।’
প্লে-অফ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের সামনে। এ নিয়ে দলের এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমাদের আসলে এখন হারার কোনো জায়গা নেই। আমাদের প্রতিটা ম্যাচই জিততে হবে, জেতার জন্যই খেলতে হবে। আমার মনে হয় না অন্য কোনো চিন্তা মাথায় থাকা উচিৎ। আমাদের শুধু একটা চিন্তা নিয়েই মাঠে নামতে হবে যে, এই ম্যাচ জিততে হবে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে রাজশাহীর অবস্থান পাঁচে। পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হলে তাদের সেরা চারে থাকতে হবে। বাকি আর ৩টি ম্যাচ।
এসএইচ/এএইচএস