ছন্দময় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি, একগুচ্ছ রেকর্ড খাজার

এক কথায় A treat to eyes বা চোখের জন্য তৃপ্তিদায়ক। উসমান খাজার ইনিংসটাকে নিয়ে এমন কিছু আপনি বলতেই পারেন। ব্যাকফুটে ভর দিয়ে স্ট্যান্স নিয়েছেন, বাকি ব্যাটারদের তুলনায় ছিলেন তুলনামূলক ধীরগতির। বোর্ডার-গাভাস্কার সিরিজে গড় ছিল ২১ এর নিচে। দলে জায়গা থাকবে কি না, তা নিয়েও ছিল আলাপ।
কিন্তু খাজা বোঝালেন, তিনি ফুরিয়ে যাননি। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে অসীম ধৈর্য্য নিয়েই যে ইনিংসটা খেলেছেন তাতে পরিসংখ্যানের পাতায় এসেছে বহু পরিবর্তন। যেখানে তুলনা চলছে ডন ব্র্যাডম্যান, মার্ক টেইলর কিংবা অ্যালান বোর্ডারের মতো রথী-মহারথীদের সঙ্গে।
স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ইনিংসের শুরু থেকে খেলেছেন। ১৪২তম ওভারে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। গলের এই ম্যাচেই উসমান খাজা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। থেমেছেন ২৩২ রানে। সাজঘরে ফেরার পথে নিজের এই ব্যাটে করেছেন একগুচ্ছ রেকর্ড।
৩৮ বছর ৪২ দিন
ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড এখন উসমান খাজার। শতাব্দীতে খাজার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন শিবনারায়ণ চন্দরপল ও ইউনিস খান। ৩৮ বছর ৮৯ দিনে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ছিল চন্দরপলের। ও ইউনিস খান ৩৮ বছর ২৫৬ দিনে সেঞ্চুরি পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে)। সবচেয়ে বেশি বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ানের (৪২ বছর ৬ দিন)।
— 7Cricket (@7Cricket) January 30, 2025
২৩২
এশিয়ায় অস্ট্রেলিয়ার হয়ে খাজার চেয়ে বড় ইনিংস খেলেছেন শুধু মার্ক টেলর (৩৩৪*) ও গ্রেগ চ্যাপেল (২৩৫)। পেছনে ফেলেছেন মাদ্রাজে ডিন জোন্সের কিংবদন্তি বনে যাওয়া ২১০ রানের ইনিংসটিকে। আর শ্রীলঙ্কার মাঠে এটিই যেকোনো অজি ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।
৩
শ্রীলঙ্কার মাঠে যেকোনো প্রতিপক্ষ ব্যাটারের ৩য় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ৩৩৩ রান ক্রিস গেইলের। এরপরেই আছে নিউজিল্যান্ড কিংবদন্তি স্টিফেন ফ্লেমিংয়ের ২৭৪ রানের ইনিংসটি।
এশিয়ার মাটিতে ভারতের ভিনু মানকাড এবং শিবনারায়ণ চন্দরপলের পর সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি।
আরও পড়ুন
১৪২
নিজের প্রথম ডাবল সেঞ্চুরির জন্য ১৪২ ওভার ব্যাট করেছেন উসমান খাজা। প্রথম ডাবল সেঞ্চুরির হিসেবে ইতিহাসে এটি ৬ষ্ঠ ধীরগতির। এই তালিকায় তিনি অবস্থান করছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম গুচের সঙ্গে।
প্রথম ডাবল সেঞ্চুরি পেতে খোয়াজার চেয়ে ধীরগতির ছিলেন আরেক অজি গ্রেট অ্যালান বোর্ডার। তিনি খেলেছিলেন ১৫৯ ওভার পর্যন্ত।
জেএ