নতুন কোচ নিয়োগ দিলো ডর্টমুন্ড

লম্বা সময় কোচিংয়ের সঙ্গে ছিলেন না নিকো কোভাচ। লম্বা বিরতির পর আবারো কোচিংয়ে ফিরলেন বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ। এবার তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আরেক জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোভাচকে নিয়োগের খবরটি নিশ্চিত করেছে ডর্টমুন্ড। এর আগে গত ২২ জানুয়ারি নুরি শাহিনকে ছাঁটাই করে ডর্টমুন্ড। তুরস্কের এই কোচের স্থলাভিষিক্ত হলেন কোভাচ।
কোভাচের জার্মান ক্লাবে কাজ করার অতীত অভিজ্ঞতা আছে। বায়ার্ন মিউনিখে ১৯ মাস কাজ করেছেন তিনি। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত জার্মান জায়ান্টদের হয়ে কাজ করেছেন তিনি।
তবে গত বছরের মার্চে আরেক জার্মান ক্লাব ভলফসবুর্কের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। বিরত দিয়ে আবারো কোচিংয়ে ফিরলেন তিনি। এবার তার গন্তব্য ছন্দের খোঁজে থাকা ডর্টমুন্ড।
বুন্দেসলিগায় ১৯ ম্যাচ খেলা ডর্টমুন্ড ৭ জয়ে টেবিলে একাদশ স্থানে আছে। ইউক্রেইনের ক্লাব শাখতার দোনেৎস্ককে বুধবার ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফেও জায়গা করে নিয়েছে তারা।
এইচজেএস