বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা লিখলেন বিজয়

এবারের বিপিএলের লিগপর্বে ব্যাট হাতে আলো ছড়ানো ক্রিকেটারদের তালিকায় আছেন এনামুল হক বিজয়। ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরিতে বিজয় এবারের আসরে ১৩০ স্ট্রাইকরেটে করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে আছেন দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ব্যাটার।
ব্যাট হাতে ফর্মে থাকা টাইগার এই ব্যাটারকে নিয়ে কানাঘুঁষা কম হচ্ছে না। চলমান আসরে ফিক্সিং সন্দেহের তালিকায় উঠে এসেছে তার নাম। ফিক্সিংয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা খবর সামনে আসে। যদিও এক বিবৃতিতে খবরটিকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
This BPL has taught me that with a little talent and hard work, you can reach the highest level. We had the opportunity...
Posted by Anamul Haque on Saturday, February 1, 2025
এবারের বিপিএলে শেষ দিকে হ্যাটট্রিক জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল রাজশাহী। যদিও প্লে-অফের রেসে খুলনার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে পদ্মাপাড়ের দলটির। নিজেদের বিদায় নিশ্চিত হওয়ার একদিন পর আজ বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন এনামুল হক বিজয়।
আরও পড়ুন
নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিজয় লিখেছেন, ‘এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং এর অর্ধেক জিততে পেরেছি। ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমাদের সমর্থন করেছে। এ ছাড়া সব ভক্তকেও ধন্যবাদ। যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছে।

বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় আরও লিখেছেন, আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ এমন একটি সময়ে বিপিএল আয়োজন করার জন্য, যখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের একটি দুর্দান্ত টুর্নামেন্ট দেওয়ার জন্য। যাদের কথা উল্লেখ করিনি, আমাদের প্রতিটি বন্ধু এবং অনুসারী যারা আমাদের ভালোবাসে, শুভাকাঙ্খী যারা সবসময় আমাদের সমর্থন করে। আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের ধন্যবাদ।
এফআই