দুর্দান্ত জয়ে শুরু আর্জেন্টিনার শিরোপার যাত্রা

সাধারণ কোনো আসরের মতো নয় যুব কোপা আমেরিকার লড়াই। অনূর্ধ্ব-২০ পর্যায়ের কোপা আমেরিকায় নেই কোনো ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। কেবল লিগ পর্বের শেষে যারা শীর্ষে থাকবে, তাদেরই হাতে উঠবে শিরোপা। লিগ ফরম্যাটের এই ধারায় প্রতিটি ম্যাচই তাই বেশ গুরুত্বপূর্ণ। আর সেই ধারায় শুরুটা দারুণ করলো আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের শুরুর ম্যাচে জয় তুলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের ম্যাচে চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে এচেভেরি-সুবিয়াবরের আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিলের যুবারা।
আর্জেন্টিনার ম্যাচে জয়ের নায়ক বলা চলে ক্লদিও এচেভেরিকে। শীতের শুরুতেই যাকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটির মতো নামী দল। নতুন মেসি খেতাব পাওয়া এচেভেরি নিজের জাত চিনিয়েছেন আজও। চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার লিড আসেন তারই করা আক্রমণ থেকে।
মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠেছিলেন এচেভেরি। তবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় ডি-বক্সের আগেই থামতে হয় তাকে। সেখান থেকে বল কেড়ে নেন ইয়ান সুবিয়াবরে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে যেভাবে গোল পেলেন এই উইঙ্গার, তাতে আশাবাদীই হবেন আর্জেন্টিনার ভক্তরা। ছয় মিনিট পর এচেভেরির পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন রুবের্তো।
বিরতির পর ৬১তম মিনিটে গোল হজম করে মেসির উত্তরসূরীরা। বক্সের ভেতরে তোবিয়াস র্যামিরেজ ক্লিয়ার করতে দেরি করলে এগিয়ে এসে কেড়ে নেন চিলির কারকামো। তার পাস থেকে বল জালে জড়ান হুয়ান ফ্রান্সিসকো রোসেল। এরপর অবশ্য আর কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন
দিনের অন্য ম্যাচে দশজনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়েছে আসরের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে সবার ওপরে আছে কলম্বিয়ার যুবারা।
জেএ