আইসিসির ম্যাচ অফিসিয়ালের তালিকায় নেই ভারতের কেউ, জানা গেল কারণ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে নাম নেই ভারতের কারও।
আইসিসির এলিট প্যানেলভুক্ত ভারতের আম্পায়ার নীতিন মেননের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সাবেক ক্রিকেটার ও আইসিসির ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের নামও নেই।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে যাচ্ছে না ভারত। অনেক জলঘোলার পর হাইব্রিড মডেলে রোহিত শর্মাদের ম্যাচগুলো দুবাইয়ের মাটিতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৮ দলের এই টুর্নামেন্ট দুই দেশের চারটি ভেন্যু পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে।
‘আইসিসি তাকে (মেনন) চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকায় রাখতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন,’ বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে।
আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের নীতির কারণে নীতিন মেনন দুবাইয়ে ভারতের ম্যাচ পরিচালনা করতে পারবেন না। এদিকে, ভারতের আম্পায়ার না থাকা নিয়ে কোনো মন্তব্য করেনি আইসিসি।

আজ (বুধবার) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৫ জন ম্যাচ অফিসিয়ালের একটি প্যানেলে ১২ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারি আসন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন আম্পায়ার সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন।
অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে আছেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকার। এরা সবাই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তালিকায় থাকা বাকিরা। এর মধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ম্যাচ রেফারিদের প্যানেলের নেতৃত্ব দেবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সম্মানিত সদস্য।
এফআই