রিয়ালের জয়ে হারলেন বাজিতে, আগুয়েরোকে খুঁজছে নেটপাড়া

ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদে হওয়ায় ম্যাচটি নিয়ে হয়তো কিছুটা বাড়তি আত্মবিশ্বাস ছিল ক্লাবটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। সে কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগেরদিন তিনি চাঞ্চল্যকর একটি ঘোষণা দিয়ে বসেন। বলেছিলেন সিটির মাঠে রিয়াল জিতলে কেটে ফেলবেন নিজের গোপনাঙ্গ! কিন্তু লস ব্লাঙ্কোসদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে সিটি ৩-২ গোলে হেরে বসেছে।
দুই ইউরোপীয় জায়ান্টের হাইভোল্টেজ এই ম্যাচ শেষেও নেটপাড়ায় শোরগোল উঠেছে সিটি কিংবদন্তি আগুয়েরোকে নিয়ে। অনেকেই তার পূর্বঘোষণার রেশ ধরে খোঁজাখুঁজি শুরু করেছেন। বেশিরভাগই মেতেছেন তুমুল হাসিঠাট্টা ও ব্যঙ্গাত্মক বার্তায়। অনলাইনে আগুয়েরোর নানা কার্টুন ও মিমসও ছড়িয়ে পড়েছে। বিপরীতে মুখে একেবারে কুলুপ এঁটেছেন এই তারকা ফরোয়ার্ড। এখন পর্যন্ত ম্যাচ হার নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
রিয়াল-সিটি ম্যাচের আগে বিশ্লেষণধর্মী একটি পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আগুয়েরো। যেখানে ম্যানসিটির এই কিংবদন্তি সাবেক ক্লাব নিয়ে তুমুল আত্মবিশ্বাস দেখিয়ে বলেন, ‘রিয়াল মাদ্রিদ ম্যানসিটিকে হারাতেই পারবে না। যদি তারা সিটিকে হারাতে পারে, তাহলে আমি নিজের অণ্ডকোষ কেটে ফেলব।’ এমন মন্তব্য’র পরপরই সেটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তখন থেকেই হাসির রোল ও মিমসে মেতে ওঠে নেটপাড়া। সিটির হার তাতে আরও জ্বালানি যোগাচ্ছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাবেক দুই চ্যাম্পিয়ন সিটি-রিয়ালের অবস্থা এবার খুব একটা সুবিধাজনক ছিল না। একপর্যায়ে উভয়দলই বাদ পড়ার শঙ্কায় ছিল। তবে শেষদিকের জয়ে টেবিলের ২২ নম্বরে থেকে সিটি এবং ১১ নম্বর দল হিসেবে প্লে-অফে ওঠে রিয়াল। নতুন ফরম্যাট অনুসারে এখন পর্যন্ত ইউসিএলের শেষ ষোলো নিশ্চিত করেছে ৮টি দল। বাকি ১৬ দলের মধ্যে প্লে-অফ খেলে আরও ৮টি দর সেই রাউন্ডে উঠবে। সেই লক্ষ্যে সাবেক দুই চ্যাম্পিয়ন ফাইনালের আগে আরেক ফাইনালে মুখোমুখি হয়েছিল।
আরও পড়ুন
স্বাগতিক ম্যানসিটির দর্শকরা গতকাল ইতিহাদে বিশাল এক টিফো হাজির করেছিলেন। যেখানে রদ্রির ব্যালন ডি’অরের ছবি। আর তাতে লেখা, ‘এবার তোমাদের কান্না থামাও।’ কিন্তু সেই ব্যানারটাই আসলে রিয়াল মাদ্রিদকে তাঁতিয়ে দিলো কি না সেটা নিয়ে প্রশ্ন করা এখন অবান্তর। রিয়াল মাদ্রিদ ম্যাচটা তো জিতেছেই, বরং ক্যামেরার সামনে নিজেদের ব্যাজ দেখিয়ে ভিনিসিয়ুস মনে করিয়ে দিলেন লস ব্লাঙ্কোসদের ট্রফি ক্যাবিনেটে ১৫টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও শোভাবর্ধন করে।
যদিও ম্যাচটিতে ৮৫ মিনিট পর্যন্ত ম্যানসিটি এগিয়ে ছিল ২-১ গোলে। সেখান থেকে যোগ করা সময় মিলিয়ে মোট ৬ মিনিটের মাথায় রিয়াল বদলালো ম্যাচের ভাগ্য। বিশ্বব্যাপী চলমান ভালোবাসার সপ্তাহে, রিয়াল মাদ্রিদ যেন বাধ্য করলো ফুটবলকে আরও একটু বেশি ভালোবাসতে। আর্লিং হালান্ডের জোড়া গোলকে ব্যর্থ করে দিয়ে রিয়ালের হয়ে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে, ব্রাহিম দিয়াজ আর জ্যুড বেলিংহাম। ৩–২ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে খানিকটা এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। আগামী ১৯ ফেব্রুয়ারি প্লে–অফ পর্বের ফিরতি লেগের ম্যাচটা আবার সান্তিয়াগো বার্নাব্যুতে।
এএইচএস