দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম ইকবাল

৮ বছর পর পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে দুবাইতে আজ লড়াইয়ে নামবে ভারত-বাংলাদেশ। মাঠের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া। এক বছরেরও কম সময়ে তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।
অন্যদিকে, আসরে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন, উজ্জ্বীবিত করার চেষ্টা করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
Hope they start well in the Champions Trophy All the best team Bangladesh ChampionsTrophy2025 #BangladeshCricketTeam
Posted by Tamim Iqbal on Wednesday, February 19, 2025
দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর দলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, 'আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।'

এর আগে দলের সঙ্গে নৈশভোজও করতে দেখা গেছে তামিমকে। সবমিলিয়ে দলকে মানসিকভাবে চাঙা রাখতেই এমন প্রয়াস তামিমের।
আরও পড়ুন
শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতার কথা। সঙ্গে আরও যোগ করেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের ম্যাচটি আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
এসএইচ/এফআই