করাচির পর দুবাইতেও দর্শক সংকট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আগ্রহ কম?

দীর্ঘ ২৮ বছর পর আইসিসি টুর্নামেন্ট ফিরেছে পাকিস্তানের মাটিতে। তবে দর্শকসংখ্যায় সেভাবে নজর কাড়তে পারেনি উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম। অথচ সেই ম্যাচের একটি দল ছিল স্বাগতিক পাকিস্তান। ম্যাচের অধিকাংশ সময়ই করাচির গ্যালারি ছিল ফাঁকা। অন্যদিকে, আসরের দ্বিতীয় ম্যাচে আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। যেখানে দর্শক সংকট আরও প্রকট!
ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এদিন ২২৮ রানেই থেমেছে বাংলাদেশ। এমন ম্যাচেও একটি বিষয় অকল্পনীয়! আর তা হচ্ছে– মাঠে ভারতীয় দল দাপুটে পারফর্ম করছে, কিন্তু গ্যালারিতে তাদের নিয়ে তেমন কোনো শোরগোল কিংবা স্লোগান নেই। বিদেশের মাটিতে ভারতের কোনো দ্বিপাক্ষিক সিরিজেও এমন চিত্রের দেখা মেলে না। আইসিসি ইভেন্ট হলে তো কথাই নেই!
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করছে ভারত। খুব নাটকীয় কিছু না ঘটলে নিশ্চিতভাবেই টাইগারদের হারিয়ে আসর শুরু করতে যাচ্ছে রোহিত শর্মার দল। কিন্তু দ্বিতীয় ইনিংসেরও অর্ধেকাংশ খেলা শেষে দুবাইয়ের গ্যালারির অধিকাংশজুড়ে ফাঁকা রয়েছে। কোনো কোনো অংশজুড়ে বসে আছেন হাতেগোণা কয়েকজন দর্শক। এর বাইরে সম্পূর্ণ গ্যালারি বিবেচনায় নিলে দর্শক রয়েছে অর্ধেকেরও কম।

আগে থেকেই ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমছে কি না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। সেই প্রশ্নটিই এবার নতুন করে তুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম চেয়ারম্যান ললিত মোদি। ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ জানতে চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালে তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ম্যাচ দেখছিলাম। স্ট্যান্ড খালি, যেটা আইপিএলের ম্যাচে কখনও হবে না। ওয়ানডে ফরম্যাট কি ভক্তদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে? আপনার দৃষ্টিভঙ্গি কী? একদিনের ক্রিকেট বাতিল করে আরও টেস্ট ক্রিকেট করা উচিত?’
আরও পড়ুন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের জন্য আসন রয়েছে ২৫ হাজার। ভারতের ম্যাচ থাকলে খেলা শুরুর আগেই গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। সাধারণত এমনটাই ক্রিকেটবিশ্বের চোখে সবচেয়ে পরিচিত দৃশ্য। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচে তার অর্ধেকও ভর্তি হলো না। এর আগে কাল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচে অধিকাংশ সময় দর্শক কম থাকলেও, রাতের দিকে দর্শকসংখ্যা বাড়তে থাকে। যদিও স্বাগতিক ভক্তদের ফিরতে হয়ে কিউইদের কাছে ৬০ রানের হতাশা নিয়ে।
— Lalit Kumar Modi (@LalitKModi) February 20, 2025
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে করাচি স্টেডিয়াম খালি সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন খোঁচা দিয়েছিলেন এক্স হ্যান্ডলে। তিনি লিখেছিলেন, ‘পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দেখে ভালো লাগছে। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথম মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে তারা স্থানীয়দের কি জানাতে ভুলে গেছে যে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে? সমর্থকরা কোথায়?’
এদিকে, আশা করা যাচ্ছে ২৩ ফেব্রুয়ারি ঢল নামবে দুবাই স্টেডিয়ামে। কারণ সেদিন যে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম্যাচটি হবে পাকিস্তানের জন্য বাঁচা-মরার। ইতোমধ্যে প্রথম ম্যাচ হেরে তারা টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।
এএইচএস