নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর খেলা নিয়ে যা বললেন কোচ

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মোকাবেলা করবে নাজমুল হোসেন শান্তর দল।
নিউজিল্যান্ড ম্যাচের আগে শঙ্কা দেখা দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে। ম্যাচের আগের দিন আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তবে একাদশ নিয়ে ধারণা দিতে পারেননি তিনি। নিশ্চিত কিছু বলেননি মাহমুদউল্লাহকে নিয়েও।
সিমন্স বলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আাগে দেখব, রিয়াদ ফিট কি না। উইকেট দেখব। এরপর দলে ভারসাম্য আনার চেষ্টা করবো। আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাবো। সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’

গতকাল মাহমুদউল্লাহ রিয়াদের চোট নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, 'এটা আসলে ফিজিওদের রিপোর্টের ওপরে নির্ভর করবে। আজকে (শনিবার) অনুশীলন করেছে, যদিও শেষ তিনদিন সে অনুশীলন করেনি। মোটামুটি সবই করেছে। অবস্থাটা এখনো জানায়নি, ফিজিওরা সম্ভবত জানাবে আজকে (শনিবার)।'
এসএইচ/এইচজেএস