রানে ফিরে যা বললেন আবাহনীর মোসাদ্দেক

সবশেষ বিপিএলে পারফর্ম করতে ব্যর্থ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। রানের খরা থেকেই জাতীয় দলেও অনেকটা ব্রাত্য হয়ে পড়েছেন একসময় জাতীয় দলের অপরিহার্য অংশ মোসাদ্দেক। তবে চলমান ডিপিএলে শুরু থেকেই ব্যাট হাতে রান পাচ্ছেন তিনি। গেল আসরের মতো চলতি আসরেও মোসাদ্দেক খেলছেন আবাহনীর হয়ে।
এবারের আসরের শুরুটা মোসাদ্দেকের জন্য ইতিবাচক। প্রথম ম্যাচে ৭৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৩৫ রান। সবশেষ আজ রোববার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক।
নিয়মিত নিজের এমন পারফর্ম নিয়ে গণমাধ্যমকে মোসাদ্দেক জানিয়েছেন আত্মবিশ্বাস বাড়ার কথা। বিকেএসপিতে সাংবাদিকদের সামনে মোসাদ্দেক বলেন, ‘রান করতে থাকলে আত্মবিশ্বাস বাড়তে থাকে। সেই জায়গা থেকে চেষ্টা করছি দলের জন্য অবদান রাখার। দল জিতলে এই অবদানগুলো ভালো লাগে।’
মোসাদ্দেকের কাছে দলের হয়ে অবদান রাখা বড় বিষয়, ‘যখনই ব্যাটিং করি চেষ্টা করি দায়িত্ব নিয়ে ব্যাটিং করার। যতটুকু দায়িত্ব নেয়া যায়। যত গভীর পর্যন্ত ব্যাটিং করা যায়। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। কিছু সময় হয় আর কিছু সময় হয় না।’
বিপিএল ভালো না গেলেও ডিপিএল নিয়ে মোসাদ্দেক বলেন, ‘[আক্ষেপ তো থাকবেই। ওইখানে ভিন্নরকম পরিবেশ থাকে। ওই সেটআপটা লাস্ট কিছুদিন ধরে ভালো হচ্ছে না। সাদা বলে ডিপিএলে ভালো হচ্ছে তাই এটা দিয়ে ওভারকাম করার চেষ্টা করব।’
এসএইচ/জেএ