আবাহনীর সঙ্গে কিংসের ড্র, পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ সেরা জিকো

বাংলাদেশ ফুটবল লিগে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যে। কিংস অ্যারেনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। কিংস গত ম্যাচে পুলিশের কাছে হারের পর এবার ড্র করল, আবাহনীর এটি টানা দ্বিতীয় ড্র। এই ড্রয়েও কিংসের শীর্ষস্থান নড়চড় হয়নি। ৮ ম্যাচে ১৭ পয়েন্টে তারা শীর্ষেই, সমান ম্যাচে ১০ পয়েন্টে আবাহনী পঞ্চম।
হোম ম্যাচে কিংস দ্রুতই দুই গোল পায়। পঞ্চম মিনিটে ইয়াসিন খানের ভুল পাস থেকে কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েল্টন থ্রু পাস বাড়ান রাকিবের উদ্দেশ্যে। রাকিব নিখুঁত শটে গোল করেন। মিনিট দশেক পর আরেকটি গোল পায় কিংস। এই গোলেরও যোগানদাতা ব্রাজিলিয়ান ডরিয়েল্টন। আবাহনীর ডিফেন্সের বাধা পেরিয়ে নাইজেরিয়ান ইমানুয়েল সানডে সহজেই আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন। ১৯ মিনিটে ম্যাচে ফেরে আবাহনী। পেনাল্টি থেকে আবাহনীর হয়ে গোল করেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। স্বাগতিক কিংস ২-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পর ছয় মিনিটে ম্যাচে সমতা আনে আবাহনী। শেখ মোরসালিনের সঙ্গে বল আদান-প্রদান করে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মালির এই ফরোয়ার্ড। ৭০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আবাহনীর কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনির ভুলে। অফসাইড মনে করে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরেন। রেফারি সায়মন সানি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। দিয়াবাতে প্রথমার্ধে গোল করলেও দ্বিতীয়ার্ধে ব্যর্থ হয়েছেন। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পেনাল্টি ঠেকিয়ে দেন। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
বছর দুই আগেও জাতীয় দলে এক নম্বর গোলরক্ষক ছিলেন আনিসুর রহমান জিকো। ক্লাব কোচরা তাকে গত দুই মৌসুম সেভাবে খেলাননি। এতে জাতীয় দলের কোচও তাকে দলে ডাকেননি। এবার আর্জেন্টাইন কোচ গোমেস জিকোর ওপর আস্থা রেখেছেন। জিকো সেই প্রতিদান দিচ্ছেন। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জিকো ম্যাচ সেরা হয়েছেন।
এজেড/এইচজেএস