ডিপিএলেও পারিশ্রমিক বিতর্ক, অনুশীলনের পর ম্যাচ বয়কটের হুমকি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরেও চরম বিতর্কের জন্ম দিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক বকেয়া রাখার ঘটনায়। এমন চিত্র কেবল বিপিএলই নয়, দেশের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায়ও দেখা যায়। তেমনই এক অভিযোগ উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এমনকি তারা ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন।
আজ (বুধবার) মিরপুরে মাঠের অনুশীলন করেনি পারটেক্স, করেছে কেবল জিম সেশন। বেশ কিছু সময় জিম সেশন শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সিনিয়র ক্রিকেটার মুক্তার আলী। তিনি বলেন, ‘পেমেন্ট নেওয়ার জন্য সবার সঙ্গে যোগাযোগ করেছি, সাড়া পাচ্ছি না। আজ অনুশীলন বয়কট করেছি, কাল ম্যাচ খেলব না বলেই সবাই সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাব ও কোচকে। তারা আমাদের সহযোগিতা করছে না। এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি। এবার আমাদের পারিশ্রমিক খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।’
আরও পড়ুন
আগামীকাল (বৃহস্পতিবার) ডিপিএলে পারটেক্সের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ রয়েছে। পারিশ্রমিক না পেলে এই ম্যাচ বয়কট করবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। চলমান ডিপিএলে সেভাবে ভালো করতে পারছে না পারটেক্স স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মোটে ২টিতে জয় তুলে নিয়েছে তারা। এরই মাঝে এসেছে পারিশ্রমিক বিতর্ক।
যা নিয়ে এর আগে পারটেক্স দলের কর্মকর্তা সাজ্জাদ ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘অনুশীলন বর্জনের মতো এমন কিছু হয়নি। গরমের কারণে অনুশীলন করেনি, জিম করেছে। কাল তারা মাঠে নামবে কোনো সমস্যা নেই। টাকা পয়সার যে বিষয়টি আমরা তো (খেলায়) ভালো করতে পারিনি। তাদের ৬০ শতাংশ পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বাকিটাও দ্রুত করা হবে। এটা নিয়ে তারা হয়তো ভাবছে, তবে এটা ক্লিয়ার হয়ে যাবে।’
এসএইচ/এএইচএস