রিশাদকে একাদশে রাখল না শাহিন আফ্রিদির লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের স্কোয়াডে আছেন বাংলাদেশের রিশাদ হোসেন। যদিও প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি টাইগার এই লেগ স্পিনারের।
আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।
দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে একাদশে বাংলাদেশি লেগ স্পিনারের জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল। যদিও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাড়তি পেসার নিয়ে দল সাজিয়েছেন। টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন রিশাদ। পিএসএলে তার অভিষেকের অপেক্ষাটাও বাড়ল কিছুটা।

প্রসঙ্গত, এবারের পিএসএলে ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন খেলবেন করাচি কিংস দলে। আর স্পিড স্টার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি।
পুরো সময়ের জন্যই রিশাদ-লিটনকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে দুজনেই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। অন্যদিকে, একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।
ইসলামাবাদ ইউনাইটেড
অ্যান্ড্রিস গাউস, সাহেবজাদা ফারহান, কলিন মুনরো, সালমান আগা, আজম খান, শাদাব খান (অধিনায়ক), জেসন হোল্ডার, মুহাম্মদ শাহজাদ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ ও রিলি মেরেডিথ।
লাহোর কালান্দার্স
ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড উইজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।
এফআই