বল টেম্পারিং কাণ্ডে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একসময়ের নিয়মিত মুখ ভিরাসামি পারমলকে বল টেম্পারিংয়ের অভিযোগে বড় রকমের শাস্তি দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট লিগ গায়ানা হার্পি ঈগলসের হয়ে খেলার সময় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। একইসঙ্গে তার সতীর্থ কেভলন অ্যান্ডারসনকেও বল টেম্পারিংয়ের কারণে শাস্তি দেয়া হয়েছে।
পোর্ট অভ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে বল টেম্পারিংয়ে জড়ান ভিরাসামি পারমল এবং কেভলন। ম্যাচের প্রথম দিনে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের জন্য পারমলকে তাঁর ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুনানিতে পারমল তার বিরুদ্ধে আনীত অভিযোগ মেনে নিয়েছেন।
এছাড়া, মিডিয়াম পেসার রোনাল্ডো আলিমোহামেদকে লেভেল ২ লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফি-এর ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আচরণবিধির ধারা ২.১–২.৫; অনুচ্ছেদ ৩.৬ লঙ্ঘন করেছেন। এই ধারায় বল বা পানির বোতল বা অন্য কোনো বস্তু খেলোয়াড় কিংবা আম্পায়ারের দিকে ছুঁড়ে মারার প্রতি শাস্তি উল্লেখ করা হয়েছে।

যদি আলিমোহামেদ শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু পরে তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়। এ কারণে শুরতে ৬০ শতাংশ জরিমানা করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মাঝে পারমলই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ টেস্ট, ৭ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভিরাসামি পারমল। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে এবং টেস্টে অভিষেক হয় পারমলের। শেষবার জাতীয় দলে খেলেছেন ২০২২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যাম টেস্টে।
জেএ