মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে আবাহনীর প্রয়োজন ২৪১

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে লড়ছে বাংলাদেশ। এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ‘অলিখিত’ ফাইনাল চলছে মিরপুর শের-ই-বাংলায়। গেল ক’দিন ধরে ক্রিকেট পাড়ার হট টপিক ছিল এই ম্যাচ।
আজ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচ যারা জিতবে, চলমান আসরের শিরোপা তাদেরই।
এমন সমীকরণের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে মোহামেডান। চলমান ডিপিএল জিততে হলে আবাহনীর প্রয়োজন ২৪১ রান।

দিনের শুরুতে ব্যাট করতে নামা মোহামেডান অবশ্য এদিন ভালো শুরু পায়। দুই ওপেনার তৌফিক খান তুষার এবং রনি তালুকদার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। পরে ১৬ রান করে ফিরে যান তুষার, দ্রুত সাজঘরের পথ ধরেন রনিও। তার ব্যাট থেকে এসেছে ৪৫ রান। বড় রান করতে ব্যর্থ হন তিনে ব্যাট করতে নামা আনিসুল ইসলাম ইমন।
এরপর দলের হাল ধরতে শুরু করেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বেশিদূর এগোয়নি তাদের জুটি। দলীয় ১২৪ রানে থাকা অবস্থায় মেহেরব হোসেন অহিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ফরহাদ। ৪ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে যায় মোহামেডান।

নতুন ব্যাটার আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মাহমুদউল্লাহ। দুই জন মিলে জুটি গড়েন ৯০ রানের। ব্যক্তিগত ৫০ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ। এরপর অর্ধ-শতক করে ফেরেন আরিফুলও।
শেষদিকে মোহামেডানের হয়ে রান করতে ব্যর্থ হন মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদরা। যে কারণে আড়াইশোর আগেই আটকে যায় তাদের রান। আবাহনীর হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেন মোসাদ্দেক হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
এসএইচ/এফআই