পিএসএল প্লে-অফে নাটক, রিশাদের লাহোরের দিকে তাকিয়ে নাহিদের জালমি

৬ দলের প্রতিযোগিতা, ৪ দলের সামনে প্লে-অফে যাওয়ার সুযোগ। পাকিস্তান সুপার লিগ– পিএসএলে সেরা চারে থাকার লড়াইটা বরাবরই বেশ চমকপ্রদ। দারুণ প্রতিদ্বন্দ্বীতায় পরিপূর্ণ এই লিগে ৬ দলই অন্তত একবার করে শিরোপা জিতেছে, তাই মাঠের লড়াইয়ের আগে কাউকে সরাসরি এগিয়ে রাখা মুশকিল।
২০২৫ আসরেও ঘটনার মোড় একইরকম। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে বলতে গেলে ৫ দলের লড়াই চলছে প্লে-অফে জায়গা করে নেয়ার জন্যে। শীর্ষে আছে ৫টি করে জয় পাওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। তিনে আছে রিশাদের লাহোর কালান্দার্স। চার নম্বরটায় আপাতত অবস্থান করছে করাচি কিংস। আর পাঁচে আছে নাহিদ রানার পেশোয়ার জালমি।
নিজেদের হাতে থাকা ম্যাচ থেকে অন্তত এক ম্যাচ জিতলেই লাহোর নিশ্চিত করে প্লে-অফ। কিন্তু পেশোয়ারের জন্য কাজটা কঠিন। নাহিদ রানার দলকে সেরা চারের জন্য তাকিয়ে থাকতে হবে রিশাদের দলের দিকে।

পরের ৩ ম্যাচ যদি পেশোয়ার জালমি জিতেই যায়, তবে তারা সরাসরি চলে যাবে প্লে-অফে। কিন্তু যদি এক ম্যাচও হেরে যায় তবে পড়তে হবে সমীকরণের জটিলতায়। আজকের ম্যাচে করাচির বিপক্ষে লাহোর জিতলে রাস্তা সহজ হবে নাহিদ রানার দলের জন্য। সেইসঙ্গে ইসলামাবাদের বিপক্ষেও যেন করাচি হেরে যায় সেই প্রার্থনা করতে হবে তাদের।
আরও পড়ুন
করাচির এই দুই হারের পাশাপাশি ৮ তারিখ পেশোয়ারকেও জিততে হবে। সেক্ষেত্রে করাচি আটকে যাবে ৮ পয়েন্টে। আর শেষ ৩ ম্যাচ থেকে অন্তত ২ জয় নিয়ে পেশোয়ারের অর্জন হবে ১০ পয়েন্ট। যেটা তাদের পৌঁছে দেবে প্লে-অফে।
জেএ