স্থগিত করা হল পিএসএলের বাকি ৮ ম্যাচ

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। তবে এই তথ্য জানানোর কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করল পিসিবি।
এবারের আসরের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিসিবি।
গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হওয়ায় স্থগিত করা হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। এরপর পিসিবি চেয়েছিল করাচিতে এক ভেন্যুতেই টুর্নামেন্ট শেষ করতে। পিসিবির এমন প্রস্তাবে রাজি হননি বিদেশি ক্রিকেটাররা।
শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সবশেষ কয়েক ঘণ্টায় পরিস্থিতির আরো অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।
এদিকে পিএসএল খেলতে গিয়ে সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। আজ রাতের ফ্লাইটে তাদের সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দিচ্ছে পিসিবি।
এইচজেএস