পাকিস্তান শিবিরে যোগ দিতে বিগ ব্যাশ ছাড়লেন বাবর

চলমান বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন বাবর আজম। তবে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এমন অবস্থায় জাতীয় দলের খেলার জন্য বিবিএল ছাড়ছেন তিনি।
বিবিএলে শনিবার হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সিডনি সিক্সার্সের। সেই ম্যাচে খেলতে পারবেন না বাবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের আগে পাকিস্তানের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। সম্প্রতি সিডনি থান্ডারের বিপক্ষে স্টিভ স্মিথ নিজে যাতে স্ট্রাইকে থাকতে পারেন, বাবরকে সিঙ্গল নিতে দেননি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। ঠিক তার পরেই আউট হয়ে যান বাবর। ডাগ আউটে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে রাগ ঝারেন।
বিগ ব্যাশে এ বার বাবর একেবারেই ভালো খেলতে পারেননি বাবর। ১১ ইনিংসে মাত্র ২০২ রান করেছেন তিনি। গড় ২২.৪৪ এবং স্ট্রাইক রেট মাত্র ১০৩.০৬। দুটি ফিফটি করলেও পাঁচটি ম্যাচে তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি।
বাবরকে ছেড়ে দেওয়ার খবর জানিয়ে সিডনি সিক্সার্স লিখেছে, 'ধন্যবাদ বাবর। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির জন্য পাকিস্তানের জাতীয় ক্যাম্পে যোগ দিতে বাবর আজমকে ডাকা হয়েছে। ফলে বিবিএলের বাকি ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না।'
এইচজেএস