বাফুফের ডিসিপ্লিনারি কমিটির ১৩ শাস্তি, বিচার পেল না মোহামেডান

গত বুধবার ডিসিপ্লিনারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত আজ বিকেলে বাফুফে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। ডিসিপ্লিনারি কমিটি চারটি ম্যাচের নানা ঘটনায় ১৩ টি শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। মৌসুমের প্রথম ম্যাচের ঘটনা এখনো বিচারের আওতায় আনেনি ফুটবল ফেডারেশন।
২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ ২.০ দিয়ে ঘরোয়া ফুটবলের যাত্রা শুরু হয়েছিল। সেই ম্যাচে মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে কিংসের সমর্থক মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে। এতে খেলা স্থগিত থাকে মিনিট দশেক। ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জী চন্দন তার প্রতিবেদন সেই ঘটনার উল্লেখও করেছিলেন। মোহামডোন বাফুফেকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে চিঠিও দিয়েছিল। মৌসুম শেষ হওয়ার পথে থাকলেও বাফুফে সেই ঘটনার এখনো কোনো বিচার করেনি।
অথচ একই ঘটনায় (স্মোক ফ্লেয়ার) ১২ এপ্রিল কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস - মোহামডোন লিগের ফিরতি ম্যাচে স্বাগতিক কিংসকে এক লাখ আর মোহামেডানকে সোয়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোহামেডান পৃথক তিন ম্যাচের ঘটনায় মোট পৌনে তিন লাখ আর বসুন্ধরা কিংস দুই ম্যাচের জন্য সোয়া দুই লাখ ও আবাহনী এক ম্যাচের জন্য এক লাখ টাকা জরিমানা গুনতে হবে।
২ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত স্বাগতিক বসুন্ধরা ও আবাহনীর ম্যাচে ও ম্যাচের পরে অনেক গন্ডগোল হয়েছিল। সে ম্যাচে বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন প্রতিপক্ষ ডাগআউটের কোচ-কর্মকর্তাদের উদ্দেশ্য করেন। তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং তার ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বাফুফের সকল আয়োজনে অংশগ্রহণ থেকে বিরত করা হয়েছে।

একই ম্যাচে শেষ মুহূর্তে লালকার্ড দেখা এবং ম্যাচের শেষ বাঁশি বাজার পর অবৈধভাবে মাঠে প্রবেশ করে ম্যাচ কমিশনারের সঙ্গে বাকবিতন্ডা ও এক পর্যায়ে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদউদ্দিনের বিরুদ্ধে। ডিসিপ্লিনারি কমিটি তাকেও কারণ দর্শানো নোটিশ দেওয়া ও তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বাফুফের সকল প্রকার প্রতিযোগিতায় খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে।
সেই ম্যাচে সাদ উদ্দিনের সঙ্গে একই ঘটনায় লালকার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা ও আবাহনীর মিডফিল্ডার শাহীন আহমেদকে পরবর্তী দুই খেলায় নিষিদ্ধ করা হয়েছে। একই ম্যাচে বসুন্ধরা কিংসের সাপোর্টিং স্টাফ তামিম শিকারীকে নিয়ম বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে আগামী ছয় মাসের জন্য স্টেডিয়াম প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ও ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
সেই ম্যাচে রেফারির অনুমতি না নিয়ে মাঠে প্রবেশ করায় বসুন্ধরার ম্যানেজার ওয়াসিমুজ্জামানকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বারবার দর্শক, সমর্থকদের মধ্যে এরকম ঘটনা ঘটায় কেন লিগের পরের ম্যাচগুলো দর্শকশূণ্য স্টেডিয়ামে আয়োজন করা হবে না, এ মর্মে বাফুফে সচিবালয়কে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসকে।
২৬ এপ্রিল ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত আবাহনী ও মোহামেডানের ম্যাচে মোহামেডানের দর্শকদের বিরুদ্ধে নানা অভিযোগে ক্লাবটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই ভেন্যুতে ২ মে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ ম্যাচে মারামারির ঘটনায় মোহামেডানের ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও গোলরক্ষক সুজন হোসেনকে এবং পুলিশের দানিলো আগুস্তো ও মান্নাফ রাব্বিকে কঠোরভাবে সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি।
ঐ দিন ম্যাচ শেষে মোহামেডানের সমর্থক ও ক্লাবের স্থায়ী সদস্য আওলাদ হোসেন অবৈধভাবে মাঠে প্রবেশ করে প্রতিপক্ষ পুলিশের এক খেলোয়াড়ের ওপর চড়াও হয়েছিলেন। সেই অভিযোগে তাকে পরবর্তী ১ বছরের জন্য স্টেডিয়াম নিষিদ্ধ করা হয়েছে।
এ সকল শাস্তির বিপরীতে সকলেরই আপিল করার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শাস্তির বিপক্ষে আবেদন করলে আপিল কমিটি সেটা বিবেচনা করবে। ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্ত বাতিল, হ্রাসের এখতিয়ার রয়েছে আপিল কমিটির।
এজেড/এইচজেএস