কর্তোয়ার বিকল্প হিসেবে রিয়ালের নজরে অচেনা এই গোলরক্ষক

স্কাই স্পোর্টসের ভাষ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের এমন আগ্রহটাই ‘শকিং’ বা অবাক করার মতো। বয়স বাড়তে থাকা থিবো কর্তোয়াকে বিদায় জানাতেই হবে খুব শীঘ্রই। তার বদলে রিয়াল মাদ্রিদের দরকার দীর্ঘমেয়াদি এক বিকল্প। আর সেজন্য লস ব্লাঙ্কোসদের নজরে এমনই এক গোলরক্ষক, যাকে নিয়ে উচ্চবাচ্য নেই বললেই চলে।
রিয়ালের নজরে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলা ২২ বছর বয়েসী ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। চলতি মৌসুমে ব্রাইটনের হয়ে ভরসার কেন্দ্রে ছিলেন এই গোলরক্ষক। তাকেই কর্তোয়ার বিকল্প হিসেবে লম্বা সময়ের জন্য নিজেদের ঘরে উড়িয়ে আনতে চায় লস ব্লাঙ্কোসরা। ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস এবং ডেইলি সান রিয়ালের এই আগ্রহের এই খবর নিশ্চিত করেছে।
নেদারল্যান্ডস থেকে উঠে আসা ভারব্রুগেনকে রিয়াল কেন নিজেদের ঘরে আনতে চায়, তার উত্তর পাওয়া যাবে এই মৌসুমের পারফরম্যান্স দেখলেই। সী-গালসদের হয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে ৮৭টি সেইভ দিয়েছেন ভারব্রুগেন। ক্লিনশিট রেখেছেন ৭ ম্যাচে। লং বলে দারুণ সিদ্ধহস্ত ভারব্রুগেন। আছে এক অ্যাসিস্টও।

তবে কেবল ভারব্রুগেনেই নজর দিচ্ছে না রিয়াল মাদ্রিদ। নজরে আছেন আর্সেনালের দাভিদ রায়া। মৌসুমের প্রায় পুরোটা সময় দারুণ ধারাবাহিক ছিলেন রায়া। আর্সেনাল কোনো শিরোপা না পেলেও রেসে ছিল লম্বা সময় ধরে। তার পেছনে অনেকটাই কৃতিত্ব পাবেন রায়া। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন এই স্প্যানিশ।
আরও পড়ুন
২৯ বছরের রায়া এবং ২২ বছরের ভারব্রুগেনের মধ্যে কে রিয়াল মাদ্রিদে আসতে পারেন, তা নিয়ে অবশ্য স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে লস ব্লাঙ্কোসদের রাডারে থাকছেন দুজনেই।
এদিকে বার্ট ভারব্রুগেনের দিকে রিয়ালের আগ্রহের পর ব্রাইটনও নিজেদের নতুন গোলরক্ষক খোঁজার দিকে মনোযোগ বাড়িয়েছে। এই তালিকায় সবার ওপরে আছে লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার। অ্যালিসন বেকারের কারণে বেশিরভাগ সময়েই বেঞ্চে বসে পার করেছেন কেলেহার। তবে নিজেকে তিনি মূল গোলরক্ষক হিসেবেই দেখতে চান সামনের মৌসুম থেকে।

এরমাঝে গেল মৌসুমেই জর্জিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদিশভিলিকে দলে টেনেছে লিভারপুল। কুইভিন কেলেহারের দল ছাড়া তাই একপ্রকার নিশ্চিত। বার্ট ভারব্রুগেন রিয়াল মাদ্রিদে গেলে কেলেহারকেই পছন্দ ব্রাইটনের।
জেএ