ডিসিপ্লিনারি কমিটির সভা, ওয়ারীই জিতল!

বাফুফের শীর্ষ কর্তাদের মনোযোগ জাতীয় দল নিয়েই বেশি। ঘরোয়া ফুটবলে নানা অসঙ্গতি যেন তাদের চোখে খুব একটা পড়ে না। এজন্যই ৩০ এপ্রিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রেফারির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সভা বসতে দুই সপ্তাহ পেরিয়ে যায়।
আজ সন্ধ্যায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের দ্বিতীয় সভায় বসেছিল। গত সপ্তাহের বুধবার প্রথম সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। আজকের সভায় মূলত বিসিএলে রেফারিদের ইস্যুগুলোই আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির মধ্যে আজকের সভায় চার জন উপস্থিত ছিলেন।
সভা সূত্রের খবর, আজ পাঁচটি বিষয় আলোচ্যসূচি ছিল এবং রেফারি প্রহার ও বিভিন্ন ঘটনায় নির্দিষ্ট ব্যক্তিদের নিষেধাজ্ঞা, ক্লাবকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে বুধবার ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করেছিল শুক্রবার সন্ধ্যায়। আজকের সভার সিদ্ধান্ত কতক্ষণ পর জানায় বাফুফে সেটাই দেখার বিষয়।
দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। সেই ক্লাবটি এবার রেফারির সঙ্গে অসদাচরণের জন্য শাস্তির কাঠগড়ায়। আজ বাফুফের টেবিলে যখন ওয়ারীর শাস্তি নিয়ে কাটাছেড়া চলছে তখন খেলার মাঠে অবশ্য ওয়ারী জিতেছে। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে ওয়ারী ১-০ গোলে সিটি ক্লাবকে পরাজিত করেছে। ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন সাব্বির। গোলের খেলা ফুটবলে গোল হলে উৎসবমুখর পরিস্থিতি হয়। লিগ টেবিলের তৃতীয় স্থানে দলের বিপক্ষে ম্যাচে লিড নেয়ার পরও ওয়ারীর খেলোয়াড়দের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া ও বিশেষ গোল উদযাপন দেখা যায়নি।
ফুটবলাঙ্গনে কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল, ওয়ারী সিটি ক্লাবের বিপক্ষে আজ জিতবে। সেই গুঞ্জনের সত্যতে পরিণত হয়েছে। ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে ছিল ওয়ারী। আজ মূল্যবান তিন পয়েন্ট পেয়ে টেবিলে সপ্তম স্থানে উঠে এসে রেলিগেশন থেকে অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছে। অন্য দিকে এই ম্যাচ হারলেও সিটি ক্লাবের তৃতীয় স্থান অনেকটাই নিশ্চিত। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। ফুটবলাঙ্গনে এমন গুঞ্জনও চলছে, চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দু’টি দল প্রিমিয়ারে খেলার বিষয়টি বাইলজে থাকলেও প্রিমিয়ার লিগে দল বৃদ্ধির বিবেচনায় নাকি এবার বিসিএল থেকে তিনটি দল সুযোগ পেতে পারে।
মাঠের খেলায় শৃঙ্খলা ব্যহত ও নানা গুঞ্জনের মতো বাফুফে প্রশাসনেও বিরাজ করছে অস্থিরতা। নির্বাহী সদস্য ফিফা কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়ে যেতে পারেননি। ঢাকা বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। এজন্য বাফুফের নির্বাহী কমিটির অনেকে বিব্রত। নারী ফুটবল কমিটির প্রধান গত কয়েক বছরে বেশ কয়েকবারই নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। কাজী সালাউদ্দিনের অত্যন্ত আস্থাভাজন কিরণ তাবিথ আউয়ালের কমিটিতেও বেশ প্রাধান্য পাচ্ছেন। তাবিথ আউয়াল কিরণের উপরই নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বহাল রেখেছেন। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি, ফলে কিরণের হাতেই এখনো নারী ফুটবলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এ নিয়ে ফেডারেশন কর্তাদের একাংশের তীব্র ক্ষোভ।
এজেড/এইচজেএস