আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ

সবকিছু নির্ধারিত ছিল আগে থেকেই। যে কথা পুরো ফুটবলের দুনিয়া জানতো, সেটাকেই আনুষ্ঠানিক ঘোষণার মোড়কে আবার সামনে আনলো স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ এই ক্লাবের নতুন কোচ হিসেবে জাবি আলোন্সোর নাম ঘোষণা করা হলো আজ।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ নতুন কোচ হিসেবে জাবি আলোন্সোর নাম ঘোষণা করা হয়েছে। তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন সাবেক এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের কোচ থাকবেন তিনি।
আগামীকাল, ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টার পর রিয়াল মাদ্রিদ সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে জাবি আলোনসোকে নতুন রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ঘোষণা করা হবে।
#WelcomeXabi
Posted by Real Madrid C.F. on Sunday, May 25, 2025
এর আগে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোন্সোকে নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন। যেখানে তিনি পরবর্তী তিন মৌসুমের জন্য ক্লাবের দায়িত্ব গ্রহণের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ এর মাঝে মোট ২৩৬ ম্যাচ খেলেছেন জাবি আলোন্সো। ক্লাবের হয়ে জিতেছেন ৬ শিরোপা। যার মধ্যে আছে বিখ্যাত লা দেসিমা (২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ) এবং একটি লিগ শিরোপা। আছে সুপার কাপ, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা। জাতীয় দলের হয়ে জাবি জিতেছেন ২০১০ বিশ্বকাপ। সঙ্গে আছে ২০০৮ ও ২০১২ ইউরো ফাইনালের শিরোপা।
কোচিং ক্যারিয়ারের শুরুটাও রিয়াল মাদ্রিদ থেকেই। ২০১৮-১৯ মওসুমে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের দায়িত্ব নেন জাবি। সেখান থেকেই গিয়েছেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। সেখানে ইতিহাস গড়ে ফের জাবি আসছেন নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে।
জেএ