ভক্তদের জন্য মেসি-সুয়ারেজের বড় ঘোষণা, আনছেন নতুন ক্লাব

দীর্ঘ সময় একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন, এখন জুটি বেঁধেছেন ইন্টার মায়ামিতে। লাতিন ফুটবলের দুই তারকা ও লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ মিলে এবার নতুন ফুটবল ক্লাব খুলেছেন। যা উরুগুয়ের চতুর্থ স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে। আজ (মঙ্গলবার) এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন মেসি-সুয়ারেজ।
মেসি-সুয়ারেজের নতুন এই ক্লাবটির নাম ডিপার্টিভো এলএসএম। বোঝাই বর্তমানের দুই এমএলএস (মেজর লিগ সকার) তারকা ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই শুরু করেছেন। ক্লাবটির নামও দুজনের আদ্যক্ষর দিয়ে সাজানো। ভিডিও বার্তায় শুরুতে সুয়ারেজ বলেন, ‘আজ আমি উরুগুইয়ান ফুটবলকে একটি প্রস্তাবনা দিতে যাচ্ছি, যে জায়গাটিকে আমি ভালোবাসি এবং সেখানে আমি বেড়ে উঠেছি। আমরা এইউএফ (উরুগুয়াইন ফুটবল ফেডারেশন) ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।’
এরপরই সাবেক উরুগুইয়ান তারকা এই কাজে জড়িত আরেকজনকে পরিচয় করিয়ে দেন, তিনি আর কেউ নন, পাশে বসে থাকা আর্জেন্টাইন মহাতারকা মেসি। সুয়ারেজ বলেন, ‘কিশোর বয়স থেকেই আমরা একসঙ্গে ব্যাপক অভিজ্ঞতা নিয়েছি, যেখানে অনেক বিষয়ের মিল আছে। শীর্ষ ফুটবলেও আমাদের নানা অভিজ্ঞতা হয়েছে এবং সে কারণেই আমি আমার বন্ধু ও সতীর্থকে পরিচয় করিয়ে দিতে চাই। এই প্রজেক্ট ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের উপযুক্ত মাধ্যম। যে দৃষ্টিভঙ্গি আমরা শুরু থেকেই লালন করে আসছি।’
— Luis Suárez (@LuisSuarez9) May 27, 2025
এরপর নিজেদের ফুটবল ক্লাবের যাত্রা শুরু করা নিয়ে মেসি বলেন, ‘এই প্রজেক্ট নিয়ে আমি, আমার পরিবার ও সংশ্লিষ্টরা অনেক আত্মবিশ্বাসী এবং বিষয়টি আমাদের রোমাঞ্চিত করছে। এই স্বপ্ন এখানেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে তা পরিবার, বন্ধু ও কাছের স্বজনদের মাঝেও ছড়িয়ে দেবো।’
মেসি-সুয়ারেজের সেই ঘোষণার ভিডিও প্রকাশের পর ইনস্টাগ্রামে ক্লাবের নামে নতুন অ্যাকাউন্ট খোলার পর ইতোমধ্যে বেশ সাড়া মিলেছে। ৪ ঘণ্টায় (প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত) অ্যাকাউন্টের অনুসারী দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি।
আরও পড়ুন
জানা গেছে, লুইস সুয়ারেজ কমপ্লেক্সে অনুশীলনের জন্য ব্যবহার করবে ডিপার্টিভো এলএসএম ক্লাব। যেটি ২০ একর জায়গাজুড়ে অবস্থিত, রয়েছে টার্ফ স্টেডিয়াম। যেখানে আপাতত দর্শক ধারণক্ষমতা ১৪০০। এ ছাড়া সেভেন-এ-সাইড পিচ ও ৬২০ ভক্তের জন্য রয়েছে আলাদা কক্ষ।
এএইচএস