আইপিএলে অনভিষিক্ত প্রভসিমরানের রেকর্ড

২০১৯ আসর থেকে আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের হয়ে টানা খেলে আসছেন প্রভসিমরান সিং। তবে নিয়মিত একাদশে সুযোগ মিলেছে গত তিন আসর ধরে। গত দুই আসরেই তিনি ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন। রানের ধারাবাহিকতায় এবার আরও এগিয়ে প্রভসিমরান। ফলে পাঞ্জাবের প্রথম ভারতীয় অনভিষিক্ত ব্যাটার হিসেবে তিনি এবারের আইপিএলে ৫০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন।
আজ (বৃহস্পতিবার) মুল্লানপুরের মহারাজা যাদভিন্দ্রসিং স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। যেখানে আগে ব্যাট করতে নেমে প্রীতি জিনতার পাঞ্জাব ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দলীয় ৫০ রানেই ৫ উইকেট হারানোর পর ৮০ রানের আগেই হারায় ৮ উইকেট। আর ইনিংসের শুরুতে ইতিহাসগড়া ব্যক্তিগত পাঁচশ রান পূর্ণ করেন প্রভসিমরান।
যদিও বেশিক্ষণ টিকতে পারেননি ২৪ বছর বয়সী এই ব্যাটার। যদিও আসরজুড়ে পাঞ্জাবের ওপেনিংয়ে ভরসা হয়ে ওঠা প্রভসিমরান আজও ঝড়ের আভাস দিয়েছিলেন। এরপর ১০ বলে ২ চার ও এক ছক্কায় ১৮ রান করে আউট হয়ে যান। এদিন অবশ্য ৫০০ রান পূর্ণ করতে মাত্র ১ রান দরকার ছিল তার। নিজের ইনিংস শেষে ২০২৫ আসরে তার রান পৌঁছাল– ৫১৭ তে।

এতদিন পর্যন্ত আইপিএলে অনভিষিক্ত ব্যাটার হিসেবে এক আসরে পাঁচশ রান করার কীর্তি আছে বেশ কয়েকজনের। ১৭ বছর ধরে পাঞ্জাবের হয়ে রেকর্ডটি ছিল সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার শন মার্শের। ২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরেই তিনি ১১ ম্যাচে ৬১৬ রান করেছিলেন। কাকতালীয়ভাবে মার্শও খেলেছেন পাঞ্জাবের হয়ে। তার রেকর্ডে ভাগ বসানো প্রভসিমরানের গায়েও একই জার্সি। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৩৪.৪৬ গড় এবং ১৬৬.২৩ স্ট্রাইকরেটে তিনি ৫১৭ রান করেছেন।
আরও পড়ুন
এর আগে অবশ্য চলতি আসরেই আইপিএলের আনক্যাপড বা অনভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে সবমিলিয়ে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েন প্রভসিমরান। বর্তমানে ৪৯ ম্যাচে ডানহাতি এই ওপেনারের রান ১২৭৩। যদিও আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও যশস্বী জয়সওয়ালের দখলে। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ২০২৩ আসরে ১৪ ম্যাচে ৬২৮ রান করেন।
প্রভসিমরানের আগে আইপিএলে অনিভিষিক্ত ক্রিকেটার হিসেবে পাঁচশ রান করেছিলেন পাঁচজন। মার্শ ও জয়সওয়াল ছাড়া বাকি তিনজন ভারতীয়- সূর্যকুমার যাদব, ইশান কিষাণ ও রায়ান পরাগ। এদিকে, চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ জন ব্যাটার ৫০০ রান পার করেছেন। অথচ এর আগে এক আসরে সর্বোচ্চ ৬ জন ব্যাটারের ব্যক্তিগতভাবে পাঁচশ রানের নজির ছিল।
এএইচএস