বাফুফের তালিকায় ভেন্যু কমলাপুর, অথচ খেলা হচ্ছে ঢাকা স্টেডিয়ামে

১৬৫৯ দিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ফিরেছে। হামাজ চৌধুরির প্রথম হোম ম্যাচ আবার দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে খেলা ফিরছে। তাই ফুটবলাঙ্গনে বাড়তি উন্মাদনা। অথচ বাফুফের আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকায় ভেন্যুর নাম বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম।
আর্ন্তজাতিক ম্যাচের খেলোয়াড় তালিকায় এ রকম ভুল স্বাগতিক দেশের অপেশাদারিত্ব। প্রীতি ম্যাচে খেলোয়াড় তালিকার ফরম্যাট স্বাগতিক দেশের ফেডারেশনই করে। সেখানে স্টেডিয়ামের নামে ভুল করেছে বাফুফে। ম্যাচ কমিশনারের চোখেও হয়তো এটি এড়িয়ে গেছে।
বিগত সময়ে প্রীতি ম্যাচে স্বদেশি রেফারি ম্যাচ পরিচালনা করত। ফিফা সেই নিয়ম পরিবর্তন করেছে। এখন প্রীতি ম্যাচেও নিরপেক্ষ রেফারি থাকেন।

বাংলাদেশ-ভুটান ম্যাচের রেফারিং করছেন শ্রীলঙ্কানরা। ম্যাচ কমিশনার বাফুফে ও সাফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
এজেড/এইচজেএস