নিজ নিজ ক্লাবের অভিবাদনে ভাসছেন হামজা-ফাহমিদুল

একজনের জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামা। আরেকজন অভিষেকের স্বাদ পেলেও বাংলাদেশের মাটিতে খেলা হয়নি কক্ষনই। ফাহমিদুল ইসলাম আর হামজা চৌধুরিকে নিয়ে বাংলাদেশ ফুটবল ভক্তদের একটা বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আরও জোরালো হলো গতকাল বুধবারের ম্যাচের পর থেকে।
ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা গোল এনে দিয়েছেন ৫ মিনিটের মাথায়। ফাহমিদুল গোল পাননি ঠিকই। তবে বামপ্রান্তে গতি আর কৌশলে ভুটানকে নাস্তানাবুদ করেছেন। যতক্ষণই মাঠে ছিলেন, বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন।
হামজা আর ফাহমিদুলের দারুণ ম্যাচটা নজর এড়ায়নি তাদের নিজ নিজ ক্লাবের। ফাহমিদুলের ছবি পোস্ট করে তার ক্লাব অলবিয়া ক্যালসিও লিখেছে, ‘৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৮ হাজার উল্লাসিত ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতিম্যাচে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় আমাদের তরুণ প্রতিভার! ফাহমিদুল শুরু করে দারুণ পারফরমেন্স দিয়েছেন, ২-০ তে জয়ের অবদান রেখেছেন।
Il nostro giovane talento ha debuttato con la Nazionale maggiore del Bangladesh il 4 giugno, nell’amichevole contro il...
Posted by Olbia Calcio on Thursday, June 5, 2025
Congratulations, Hamza!
Posted by Leicester City Football Club on Thursday, June 5, 2025
অভিনন্দন জানানো হয়েছে হামজা চৌধুরীকেও। তার ক্লাব লেস্টার সিটি অভিনন্দন হামজা লিখে শেয়ার করেছে বাংলাদেশি তারকার ছবি।
দুই প্রবাসী তারকার ভিন্ন ভিন্ন অভিষেকের দিনে বাংলাদেশ জয় পেয়েছে বটে। তবে মূল কাজটা এখনো বাকি তাদের জন্য। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ আছে বাংলাদেশের। সেখানেই বড় পরীক্ষা অপেক্ষা করছে ফাহমিদুল-হামজা এবং পুরো বাংলাদেশ দলের।
জেএ