উইকেটহীন সেশন, ইংলিশদের চাপে ফেলতে ‘দ্বিতীয় কোহলি’ খুঁজছেন রবি শাস্ত্রী

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান হেডিংলি টেস্ট। যেখানে শুভমান গিলের ভারত স্বাগতিকদের ৩৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে। তবে সেই লক্ষ্যকেও ধীরে ধীরে নাগালে নিয়ে আসছে ইংলিশরা। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ২৫৪ রান, ভারতের চােই ১০ উইকেট, হাতে আছে পুরো দুই সেশন।
আজ (মঙ্গলবার) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে খেলতে নেমে এখন পর্যন্ত আনন্দের কোনো উপলক্ষ্য পাচ্ছে না সফরকারীরা। অন্যদিকে, গতকাল শেষ বিকেলে ২১/০ স্কোর নিয়ে ফেরা ইংলিশরা আজ ২৪ ওভারে ৪ গড়ে ৯৬ রান তুলেছে। বুমরাহ-সিরাজদের বেশ দেখেশুনেই খেলছেন দুই ওপেনার বেন ডাকেট (৬৪) ও জ্যাক ক্রাউলি (৪২)। এই অবস্থায় ইংলিশদের চাপে ফেলতে বিরাট কোহলির অভাববোধ করছেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। এমনকি তিনি ‘দ্বিতীয় কোহলি’কেও খুঁজছেন, যিনি এখন মাঠে কোহলির ভূমিকা নেবেন!
ভারত-ইংল্যান্ডের ধারাভাষ্য বক্সে কথা উঠেছিল প্রতিপক্ষ দুই ধারাভাষ্যকারের মাঝে। যেখানে তারা বর্তমান ভারতীয় দলে প্রতিপক্ষের স্নায়ুতে আঘাত করার মতো ক্রিকেটার নেই বলে মন্তব্য করেন। তবে ঋষভ পান্তের কথা চালাচালি ও মোহাম্মেদ সিরাজের আক্রমণাত্মক অবয়ব কিছুটা হলেও ঘাটতি মেটাতে পারে বলে মনে করেন শাস্ত্রী। এই সমস্যার সূত্রপাত হয়েছে কোহলি না থাকায়। যিনি আক্রমণাত্মক কথা কিংবা পারফরম্যান্স দিয়ে তাতিয়ে দিতেন প্রতিপক্ষ ক্রিকেটারদের। ইংল্যান্ড সিরিজের কিছুদিন আগেই আচমকা টেস্টকে বিদায় বলেন এই তারকা।
ধারাভাষ্য দেওয়ার এক ফাঁকে সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী বলেন, ‘ভারতের এখন প্রয়োজন কোহলির মতো কারও দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। প্রতিপক্ষের মোকাবিলায় এমন কিছুই লাগবে। কারও অন্তত সেরকম কোনো পরিকল্পনা কিংবা ভূমিকা নেওয়া উচিৎ। আমি মনে করি না এমন কাজ করার মতো একজনও এখানে (ভারতের স্কোয়াডে) আছে, কোহলি একাই তিনজনের কাজ করতে পারত!’
এক্ষেত্রে সিরাজ কার্যকরী হতে পারেন বলে আভাস দেন ইংলিশ ধারাভাষ্যকার মাইকেল আথারটন। তবে সিরাজের বোলিং পারফরম্যান্সও দরকার বলে মনে করেন তিনি, ‘রবি শাস্ত্রী কিছুক্ষণ আগে যা বললেন, আমার মনে হয় তেমন স্পিরিট সিরাজের মাঝে আছে। লর্ডসে কোহলি যা করত, তেমন কিছুই করতে হবে। যেখানে তিনি সতীর্থ বোলার ও ফিল্ডারদের ওপর চাপটা কমিয়ে তাদের উজ্জীবিত করতে পারতেন। সিরাজও তেমনই চরিত্র, তার আক্রমণাত্মক ভঙ্গি ও মুখাবয়ব।’
আরও পড়ুন
এর আগে ব্যাটিংয়ের দুই ইনিংসেই ইংলিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করেছেন ঋষভ পান্ত। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এ ছাড়া সময়-সুযোগে কথার গুগলিতেও বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষ বোলারদের। রবি শাস্ত্রীও নিজের উত্তরসূরীদের পারফরম্যান্সের পাশাপাশি তেমন গুণের প্রকাশ দেখতে চান। ম্যাচ জিততে হলে সেসবও যে ২২ গজে বড় ভূমিকা রাখে!
এএইচএস