স্প্যানিশ অধিনায়ককে সপরিবারে হত্যার হুমকি, ধরা পড়ে যা বললেন

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতে পর্তুগাল। দুই দলের ১২০ মিনিটের রোমাঞ্চকর সেই ম্যাচ ২–২ গোলে সমতায় থেকে টাইব্রেকারে গড়ায়। যেখানে পেনাল্টি কিকে সুযোগ হাতছাড়া করেন স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা। ফলে তার দলও পর্তুগালের কাছে হেরে যায় ৫–৩ গোলে। হারের পর ক্ষুব্ধ এক স্প্যানিশভক্ত মোরাতার স্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠান।
গতকাল (মঙ্গলবার) ১৯ বছর বয়সী ওই ফুটবলভক্তকে আটক করেছে পুলিশ। ধরা পড়ার পর অবশ্য তার দাবি— তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অথচ এর আগে মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোকে পাঠানো হুমকির বার্তায় বলা হয়, ‘আমি রাস্তায় তোমার স্বামীকে দেখলেই হত্যা করব, সে কোথায় যায় আমি নজর রাখছি। কেবল তাকে একাই ছাড়ব না, শিশুদেরও (হত্যা করব)। সবাইকে নিজ হাতে হত্যা করব, আশা করি কেউই বাঁচবে না।’
তিনদিন অনুসন্ধানের পর তাকে আটকের বিষয়ে মালাগা পুলিশের চিফ ইন্সপেক্টর আন্দ্রেস রোমান জানান, ‘কখনও কখনও এ ধরনের বিষয় হয়তো এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, তবে আমরা বেআইনি আচরণ ও কর্মকাণ্ড শনাক্ত করছি। এমন ঘটনায় অনেকেই তাদের প্রোফাইল চুরি (হ্যাক) হওয়ার কথা দাবি করে। এখন অ্যালিস ক্যাম্পেলোকে বার্তা পাঠানো প্রোফাইল নিয়েও একই দাবি উঠেছে।’

মালাগা পুলিশের আরেক বিবৃতিতে বলা হয়, ‘বাদীর অভিযোগ ও আটক ব্যক্তির বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে, ১৯ বছরের ওই তরুণ নিজেকে বাঁচানোর লক্ষ্যে তিনি বার্তা পাঠাননি বলে দাবি করেছেন। তবে মোবাইল ফোনের ফরেন্সিক বিশ্লেষণে জানা গেছে, হুমকি প্রদানের ঘটনায় অভিযুক্ত তরুণই জড়িত।’ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’ জানিয়েছে, এই হুমকির ঘটনার পেছনে নেশন্স লিগের ফাইনালে মোরাতার পেনাল্টি মিসের ভূমিকা রয়েছে।
আরও পড়ুন
নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই মোরাতাকে উদ্দেশ্য করে হত্যার হুমকি পাঠান ওই ব্যক্তি। যা খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই হুমকি বার্তার স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোরাতার স্ত্রী ক্যাম্পেলোও। পর্তুগালের কাছে ফাইনালে হারের পর মোরাতার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারও হুমকির মুখে পড়েছে। এমনকি ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার অবসরের ঘোষণা দিতে পারেন বলেও রয়েছে গুঞ্জন। পুরো বিষয়টি নিয়েই নাকি মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি দলের ভেতরও সেভাবে সমর্থন না পাওয়ার অভিযোগ করেন তিনি।
স্পেনের এই তারকা ফরোয়ার্ড আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮৬টি। যেখানে তার পায়ে স্প্যানিশরা ৩৭টি গোল পেয়েছে। তার অধিনায়কত্বেই ২০২৩ নেশন্স লিগ এবং ২০২৪ ইউরোর শিরোপা জিতেছে দেশটি। এসি মিলান ছেড়ে বর্তমানে ধারে (লোন) তুরস্কের ক্লাব গালাতাসারের হয়ে খেলছেন মোরাতা।
এএইচএস