বার্সেলোনায় না গিয়ে কেন পুরোনো ক্লাবের সঙ্গে এক দশকের চুক্তি

সপ্তাহ দুয়েক আগে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বড় সাইনিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন। যার জন্য কাতালান ক্লাবটির সমর্থকরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিল। লাপোর্তার ঘোষণার পর সবাই ধরে নিয়েছিল স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস আসছেন। এমনকি নিকো-বার্সার চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছিলেন প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এই পরিস্থিতিতে বার্সা সমর্থকদের মন যেমন উড়ু উড়ু, তেমনি অ্যাথলেটিক বিলবাওয়ে বইছিল ক্ষোভের আগুন।
বিলবাও সমর্থকরা রীতিমতো হুমকি দিতে শুরু করেন তখন ক্লাব না ছাড়া তাদের পছন্দের তারকা নিকো উইলিয়ামসকে। এমনকি তার ছবি আঁকা দেয়ালচিত্রও নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমে তুমুল গালাগালি ও ক্লাবের জন্য শিরোপা জিততে চায় না বলে বিদ্রুপ আসতে থাকে নিকোর দিকে। ঠিক সেই পরিস্থিতিতেই তিনি বিলবাওয়ে থেকে যাওয়ার ঘোষণা দিলেন। কেবল তাই নয়, বলে দিলেন কুলারদের ক্লাবে যাচ্ছেন না, আরও ১০ বছর থাকছেন বিলবাওয়ে।
এত নাটকীয়তা ঠিক উল্টো পাশে থাকা বার্সেলোনা সমর্থকদের কাছেও নিশ্চয়ই অবিশ্বাস্য ঠেকেছে। আগের চেয়ে ৫০ শতাংশ রিলিজ ক্লজ (আগে ছিল ৬ কোটি ২০ লাখ ইউরো) বাড়িয়ে নিকো উইলিয়ামসের সঙ্গে ১০ বছরের চুক্তির কথা জানায় বিলবাও। ঠিক কী কারণে থেকে গেলেন পুরোনো ঠিকানায় সেটি জানিয়েছেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়ের কথা শোনা। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি, আমার লোকদের সঙ্গে। এটাই আমার বাড়ি।’
আরও পড়ুন
বলে রাখা ভালো, ২০২১ সালে বিলবাওয়ের মূল দলে অভিষেক হওয়া নিকো উইলিয়ামসের ভাই ইনাকি উইলিয়ামসও (ঘানা জাতীয় দলের খেলোয়াড়) একই ক্লাবের হয়েই খেলেন। আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও খেলবে বিলবাও। নিকো এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ১৬৭ ম্যাচে করেছেন ৩১টি গোল। এ ছাড়া স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি। ২০২৪ ইউরো জয়েও তার উল্লেখযোগ্য অবদান ছিল। যেখানে লামিনে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়া দেখে বার্সায়ও এই জুটিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল ভক্ত ও ক্লাব কর্তৃপক্ষের।
এদিকে, নিকোর দলবদলের মোড় অবিশ্বাস্যভাবে ঘুরে যাওয়ায় তার এজেন্টকে দায়ী করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দেশটির সংবাদমাধ্যম ‘কানদানাসের’ বলছে, বার্সেলোনার তথ্যমতে– নিকো উইলিয়ামস নিজ থেকে ব্লুগ্রানায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান এবং তাদের তাড়াও দিয়েছেন। ফলে দু’পক্ষের মাঝে আর্থিক বিষয়াদি ও চুক্তির দৈর্ঘ্য নিয়ে কথাবার্তা পাকাপাকি হয়। কিন্তু পরবর্তীতে উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স তায়েন্তা নতুন করে ‘ফ্রি রিলিজ ক্লজ’ দাবি করেন। এর পাশাপাশি জুলাইয়ে রেজিস্ট্রেশন ডেট ঠিক করার কথা জানালে সেটি ‘অগ্রহণযোগ্য’ বলে বিবেচনা করে বার্সেলোনা।
এএইচএস