রাতে ঢাকায় ফিরে সকালে দেশ ছেড়েছেন ঋতুপর্ণা ও মনিকা

আজ সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা ও মনিকা চাকমা। দুই জন ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে পুনরায় যোগ দিচ্ছেন। ভুটান সময় সকাল সাড়ে দশটায় তারা ভুটানের পারোতে পৌঁছেছেন।
মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল রাত পৌনে দুইটায় ঢাকায় পৌঁছায়। রাত সোয়া তিনটায় হাতিরঝিলে পূর্ব নির্ধরিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পৌনে এক ঘণ্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতু ও মনিকাও বাফুফে ভবনে যান। তারা ঘণ্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি। আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে।
Posted by Ritu Porna Chakma on Sunday, July 6, 2025
ঋতু ও মনিকা ভুটান চলে যাচ্ছেন বাংলাদেশে এসেই। তাই বাফুফে গতকাল রাতেই সংবর্ধনা অনুষ্ঠান করতে বাধ্য হয়। ভুটান বাংলাদেশের নিকটবর্তী দেশ। সপ্তাহে প্রতিদিন ফ্লাইট নেই। একটি ফ্লাইট মিস হলে আবার ২-৩ দিনের অপেক্ষা। এজন্য বাফুফে ভুটানের ক্লাব পারো এফসিকে খুব বেশি অনুরোধও করতে পারেনি। আন্তর্জাতিক নিয়মানুযায়ী খেলা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনকে ক্লাবের কাছে খেলোয়াড় পৌঁছাতে হবে।
পারো এফসি ঋতু ও মনিকাকে দ্রুত ভুটানে ফিরিয়ে নিয়েছে। রুপ্না, মারিয়া, শামসুন্নাহারও ভুটান লিগ খেলছেন। তাদের ক্লাব ট্রান্সপোর্ট ও থিম্পু এফসি অবশ্য দিন পাঁচেক পর নেবে। ভুটান বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার খেলছেন। এদের মধ্যে পাঁচ জনকে কোচ পিটার বাটলার জাতীয় দলে ডেকেছেন। সাবিনা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা ও সুমাইয়াকে কোচ বাটলার বিবেচনার বাইরে রেখেছেন।
এজেড/এফআই