ব্রাজিলিয়ান তরুণের জোড়া গোলে ফাইনালে চেলসি

আগের ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে নেমে চেলসির জার্সিতে অভিষেক হয়েছিল ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো’র। অল্প সময়ের উপস্থিতিতেই নিজের সামর্থ্য দেখিয়েছিলেন। এবার প্রথমবার ইংলিশ জায়ান্টদের শুরুর একাদশে জায়গা পেয়ে কেড়ে নিলেন পুরো আলো। নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষেই করলেন জোড়া গোল। যাতে ভর করে প্রথম দল হিসেবে চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে চেলসি জিতেছে ২-০ ব্যবধানে। ২০২১ আসরের চ্যাম্পিয়নদের সঙ্গে অবশ্য মাঠের পারফরম্যান্সে খুব বেশি পিছিয়ে ছিল না ফ্লুমিনেন্স। তবে ব্রাজিলিয়ান ক্লাবটির বিগত দিনের চমক থেমে গেছে গোলবারে এসে। ২০২০ সালে ফ্লুমিনেন্স ছেড়ে আসার জোয়াও পেদ্রো–ই তাদের বিদায়ের গল্পটা লিখলেন। তবে শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করতে পারলেন না এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
ক্লাব বিশ্বকাপের আগের ম্যাচগুলোর পরিসংখ্যান দর্শকখরার শঙ্কা জাগিয়েছিল সেমিফাইনালেও। সে কারণে গত সপ্তাহেই ফিফা এক লাফে ৫৭ হাজার টাকার বেশি দামের টিকিট দেড় হাজারে নামিয়ে আনে। সংবাদ সংস্থা এপি’র তথ্যমতে, সেই উদ্যোগের ফলে সফলই বলা চলে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটিকে। ৭০,৫৫৬ ধারণক্ষমতার মেটলাইফে ১০–১৫ শতাংশ সিট কেবল পূর্ণ হয়নি। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল চেলসি। ৫৪ শতাংশ পজেশনের সঙ্গে নেয় ১৭টি শট। এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১২ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে ফ্লুমিনেন্স।
— Chelsea FC (@ChelseaFC) July 8, 2025
ম্যাচের ১৮ মিনিটেই প্রথম লিড পায় চেলসি। পেদ্রো তার সাবেক ক্লাবের রক্ষণে দুর্বলতার সুযেগা নিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন। দুই হাত তুলে সঙ্গে সঙ্গেই উদযাপনে অপরাগতা ও ফ্লুমিনেন্স ভক্তদের কাছে যেন ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মিনিট আটেক বাদেই প্রায় সমতায় ফিরেছিল ফ্লুমিনেন্স। কিন্তু চেলসি গোলরক্ষক একপাশে সরে যাওয়ার সুযোগে নেওয়া হারকিউলিসের শট গোললাইন থেকে মার্ক কুকুরেয়া ফিরিয়ে দেন। প্রথমার্ধের আগেই সেলেসাও ক্লাবটি পেনাল্টি পেয়েছিল চেলসি ডিফেন্ডরের হাতে বল লাগায়। পরক্ষণেই ভিএআর সেটিকে অনিচ্ছাকৃত হ্যান্ডবল জানিয়ে বাতিল করে দেয়।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পেরোতেই চেলসি ও নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এবার তাকে থ্রু বল বাড়িয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এরপর ডি-বক্সে ঢুকে আবারও কোণাকুণি শট। তার জোরালো শট ক্রসবারে লেগে ভেতরে প্রবেশ করে। এবারও দুই হাত ওপরে তুলে ধরে উদযাপন সারেন পেদ্রো। দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জোর তাড়না চালায় ফ্লুমিনেন্স। শেষ পর্যন্ত তারা আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি।
স্টপেজ টাইমে অ্যাঙ্কলের ইনজুরিতে পড়েন চেলসি মিডফিল্ডার ময়েসেস কায়কেদো। এ ছাড়া ফাইনালের আগে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের আর ভাবনার কিছু নেই। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের পথে তাদের লড়তে হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচে বিজয়ীদের সঙ্গে। এই দুই ফরাসি ও স্প্যানিশ জায়ান্ট আজ (বুধবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী রোববার রাতে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
এএইচএস