নেপলসে চেলসি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নেপলসে চেলসি সমর্থকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতালির এই শহরে এক ঘটনায় দুই চেলসি সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সবাইকে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
চেলসির এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় নেপলসে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে ক্লাব অবগত। আহত দুই সমর্থকের আঘাত গুরুতর নয়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শহরে অবস্থানরত সব সমর্থককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সমর্থকদের ছুরিকাঘাত করা হয়েছে এমন দাবি উঠলেও, আঘাতের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখতে প্রায় ২ হাজার ৫০০ চেলসি সমর্থক নেপলসে উপস্থিত থাকবেন। নিরাপত্তার স্বার্থে তাদের নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে পুলিশি প্রহরায় শাটল বাসে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ভ্রমণসংক্রান্ত পরামর্শে চেলসি জানায়, উয়েফা প্রতিযোগিতার সময় নেপলসে অতিথি দলের সমর্থকদের ওপর হামলার ঘটনা অতীতেও ঘটেছে। সে কারণে সমর্থকদের শহরে একা চলাফেরা না করা, ক্লাবের রং বা প্রতীক প্রকাশ না করারও অনুরোধ করা হয়েছে।
ডিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে চেলসি সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। অন্যদিকে, গত মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির জন্যও ম্যাচটি বাঁচা–মরার, টিকে থাকতে তাদেরও জয় দরকার।
এমএমএম