বিশ্বকাপকে সামনে রেখে যে পরামর্শ দিলেন নান্নু

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। আগস্টে ভারত সিরিজ স্থগিত হওয়ায় এ সময় নতুন করে সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। কেননা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ভালো প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল। যে কারণে আন্তর্জাতিক সিরিজ না হলেও লম্বা সময়ের জন্য ক্যাম্প করবে টাইগাররা। এছাড়া আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। যেখানে ভালো ফল করতে হলে সেরা দল নিয়েই মাঠে নামা প্রয়োজন।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশের দল গঠনে বাস্তবমুখী ও প্রতিদ্বন্দ্বিতামূলক প্রস্তুতির ওপর জোর দেয়ার কথা বলেছেন মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার।’
আরও পড়ুন
ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং উইকেটে খেলার পরামর্শ দিয়ে নান্নু বলেন, ‘কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।’
টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হতে হলে দলে বিকল্প খেলোয়াড় তৈরির কথাও জানিয়েছেন নান্নু, ‘যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না... কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।’
এসএইচ/এএল