‘শান্ত অনেক ভালো অধিনায়ক’

এক বছর আগেও তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বছরের শেষদিকে প্রথম তিনি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়েন। এরপর জুন-জুলাইতে শ্রীলঙ্কা সফরের আগে তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডের নেতৃত্ব থেকেও। বাংলাদেশের ওই সফর শুরু হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে। লঙ্কানদের সঙ্গে সাদা পোশাকের লড়াই শেষেই শান্ত’র আচমকা ঘোষণায় ইতি ঘটেছে জাতীয় দলে তার অধিনায়কত্বের অধ্যায়!
অধিনায়ক শান্ত’র অধীনে টেস্ট খেলেছেন স্পিনার নাইম হাসান। ফলে অধিনায়ক হিসেবে শান্তকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। নেতা হিসেবে শান্ত’র মূল্যায়নে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাইম জানালেন, শান্ত ছিলেন এমন একজন অধিনায়ক, যিনি দল পরিচালনায় বরাবরই ছিলেন চিন্তাশীল ও দায়িত্ববান।
প্রতিটি বিষয়ে সাবেক এই অধিনায়ক পরিকল্পনা করে আগাতেন বলে উল্লেখ করেন নাইম, ‘উনি (শান্ত) অনেক ভালো অধিনায়ক। খেলা নিয়ে অনেক চিন্তা করেন। অধিনায়কত্ব কিন্তু সহজ কাজ না। আমি একজন খেলোয়াড় হয়ে কেবল দলে নিজের ভূমিকা নিয়ে ভাবি। কিন্তু অধিনায়কের পুরো দল, কন্ডিশন ও প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করতে হয়।’
অধিনায়কত্বের মানসিক চাপ সামলে শান্ত’র নেতৃত্ব দেওয়ার প্রশংসা করে ডানহাতি এই স্পিনার বলেন, ‘অধিনায়কত্ব অনেক কঠিন ব্যাপার। কিন্তু উনি অনেক ভালোভাবে তা হ্যান্ডেল করেছেন। সবাইকে একসঙ্গে রেখেছেন। উনার অধীনে অনেকগুলো ম্যাচ জিতেছে বাংলাদেশ।’
এসএইচ/এএইচএস