এক বছর ম্যাচই খেলেননি, তিনিই হলেন বর্ষসেরা ক্রিকেটার

বিভিন্ন ফরম্যাটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে দেশটির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেসার এনরিখ নরকিয়া। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ফরম্যাটটিতে খেলেছেন। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ফাইনাল হয় ২৯ জুন। এরপর এক বছর পেরোলেও তাকে আর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি।
প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হওয়ার খুব নিকটেই ছিল। কিন্তু ৭ রানের আক্ষেপ ও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় টেম্বা বাভুমার দলকে। দক্ষিণ আফ্রিকার হয়ে টুর্নামেন্টের সেরা বোলার ছিলেন নরকিয়া। মূলত তারই পুরস্কার পেলেন ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশ্বকাপে তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেছেন। ৯ ম্যাচে তার ইকোনমিও ছিল ঈর্ষণীয়, ৫.৭৪। নরকিয়ার সমান ১৫ উইকেট জাসপ্রিত বুমরাহ এবং ১৭টি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং।
যদিও বিশ্বকাপের পরবর্তী সময় নরকিয়ার জন্য মোটেও সহজ ছিল না। পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার (যা অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা চাপের কারণে হাড়ের ফাটল) তাকে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে দেয়। সে কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি নরকিয়া। বিশ্বকাপের পর আবার পায়ের আঙুল ভেঙে ছিটকে পড়েন পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরের ঘরোয়া সিরিজ থেকেও। পরে আরও একটি পিঠের ইনজুরি তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও দূরে সরিয়ে দেয়।
— Proteas Men (@ProteasMenCSA) July 31, 2025
প্রোটিয়া এই পেসারের সর্বশেষ ইনজুরি ছিল স্ট্রেস রিঅ্যাকশন, যার কারণে তিনি জিম্বাবুয়েতে গত মাসে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ (যেটি জিতেছে নিউজিল্যান্ড) থেকে বাদ পড়েন। চলতি বছর নরকিয়ার একমাত্র প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ছিল ২০২৫ আইপিএলে, যেখানে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেন।
আরও পড়ুন
এদিকে, গত জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফরম্যাটটিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। জয়ী অধিনায়ক টেম্বা বাবুমা হয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়। ২০২৫–২৭ চক্রে তার ৭১১ রান করেছেন ৫৯.২৫ গড়ে। গত গ্রীষ্মে করা তার দুটি সেঞ্চুরি প্রোটিয়াদের ফাইনাল নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
এ ছাড়া পুরুষ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন স্পিন অলরাউন্ডার কেশভ মহারাজ। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তিনি নেন ৪১ উইকেট, গড় ২০.৯৫। এর বাইরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১১ উইকেট, ইকোনমি ৬.২৫)।
এএইচএস